ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভ্রমণ সাহিত্যের আলাপ চারিতা ও লেখক সাকিবের কথা

প্রকাশিত: ০৬:০৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ভ্রমণ সাহিত্যের আলাপ চারিতা ও লেখক সাকিবের কথা

পয়লা ফেব্রুয়ারি শুরু হওয়া গ্রন্থমেলা পার করছে শৈশব পর্ব। সোমবার পঞ্চম দিনে দেখা গেছে ধুলাবালির উৎপাতমুক্ত ছিমছাম পরিবেশ। তুমুল ভিড় না থাকায় পাঠকরা স্বচ্ছন্দে ঘুরতে পেরেছেন স্টলে স্টলে। তাই পছন্দের বইটিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর সংগ্রহের সুযোগটি লুফে নিয়েছেন। গদ্য-পদ্যের অন্তর্ভুক্ত সেসব বইয়ের মাঝে এবারের মেলায় আসা ভ্রমণকাহিনীর তথ্য নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন। সেই সূত্রে উঠে এসেছে ভিন দেশের অজানা সংস্কৃতি, অর্থনীতি, ভূগোল ও ইতিহাস মেলে ধরা ভ্রমণসাহিত্যের নানা বিষয়। সেই সঙ্গে যুক্ত হয়েছে এদিনের অমর অকুশে গ্রন্থমেলার অন্যতম আকর্ষণ ক্রিকেটার সাকিব আল হাসানের কথা। বিশ্বসেরা এই অল-রাউন্ডার মেলায় হাজির হলেন লেখক পরিচয়ে। তাই তো মেলার সবটুকু আলো টেনে নিলেন নিজের দিকে। তার লেখা বই কিনতে আসা তরুণ পাঠকের আগমনে কোলাহলহীন মেলাটিও হয়ে ওঠে তুমুল সরব। ভক্তদের কণ্ঠে শোনা গেছে ‘সাকিব সাকিব’ চিৎকার। গল্প-উপন্যাস ও কবিতার পাশাপাশি বর্তমানে ভ্রমণসাহিত্যেরও রয়েছে বিশেষ পাঠক শ্রেণী। সেই সুবাদে ইতোমধ্যে মেলায় এসেছে বেশ কিছু ভ্রমণকাহিনী। সংখ্যার হিসাবে দশের অধিক। ঐতিহ্য থেকে এসেছে পাঠক সাড়া পাওয়া বুলবুল সরওয়ারের ‘মহাভারতের পথে’ শীর্ষক ভ্রমণকাহিনীর প্রথম খ-। কথাপ্রকাশ থেকে বেরিয়েছে শাকুর মজিদের ভ্রমণসমগ্র-১, ২, ৩ ও ৪, মাহফুজুর রহামানের গুড মর্নিং ফিলিপন্স। সময় প্রকাশন থেকে এসেছে ফরিদ আহমেদের ‘তুষার রাজ্য কাশ্মীর ও ভুটান। অনিন্দ্য এনেছে মৃত্যুঞ্জয় রায়ের ‘হেরুনি পল্লী জননী’, লিয়াকত হোসেন খোকনের ‘ভূ-স্বর্গ চট্টগ্রাম’, ‘সাত ঐশ^র্য ভ্রমণ’, ‘বাংলাদেশ ভ্রমণ গাইড’। বলাকা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে সেলিম আজাদ চৌধুরীর ‘তেপান্তরের মাঠ পেরিয়ে’। মীরা প্রকাশন থেকে এসেছে রিফাত আরার ‘মেলবোর্নে দেশ বিদেশ’। উৎস প্রকাশ থেকে এসেছে সুমন্ত গুপ্ত রচিত ‘স্বল্পদৈর্ঘ্য ভ্রমণ’। ‘এছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে ঐতিহ্য থেকে বুলবুল সরওয়ারের ‘মহাভারতের পথেÑদুই’, আশির আহমেদের ‘জাপান কাহিনী ৪’, অবসর থেকে বরেন চক্রবর্তীর ‘পেইন্টিংয়ের ক্রমবিকাশ ও আমার দেখা দশ’, মুস্তাফিজ মামুনের ‘দেখুন বাংলাদেশ’, আগামী থেকে মোহাম্মদ শরীফুল ইসলামের ‘৬৪ জেলায় যা দেখেছি : সাইকেল ভ্রমণের রোজনামচা’, প্রথমা থেকে ড. এ কে আজাদ খানের ‘সড়ক পথে অক্সফোর্ড থেকে ঢাকা’ ও মঈনুস সুলতানের ‘রবার্ট ফ্রস্ট ট্রেইলরের সোনলি পরাগ’। মানসম্মত ভ্রমণকাহিনীর বৈশিষ্ট্য প্রসঙ্গে প্রখ্যাত ভ্রমণ লেখক বুলবুল সরওয়ার জনকণ্ঠকে বলেন, উপন্যাসের স্বরূপটি হচ্ছে জীবনের স্থিরচিত্র। সেই প্রেক্ষাপটে ছোটগল্প হচ্ছে জীবনের একটা মুহূর্ত। আর এই দুইয়ের মিশেল পাওয়া যায় ভ্রমণকাহিনীতে। গল্প ও উপন্যাসের কাহিনীর মতো এখানেও থাকে ঘটনার পরম্পরার বিবরণ। সেই সূত্র ধরে উঠে আসে পরিবেশ, প্রকৃতি, ইতিহাস, ভূগোলসহ নানা বিষয়। ভ্রমণকাহিনীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তীর্যক বলার ভঙ্গি। যে কোন স্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় রসবোধের আশ্রয়ে উপস্থাপিত হবে। তবে সেই রসবোধের মাঝেও থাকবে শালীনতার সীমানা। সময়ের আরেক আলোচিত ভ্রমণসাহিত্যিক শাকুর মজিদ। সদ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এই লেখকের ভাষায়, কোথাও গেলাম, কি দেখলাম আর কি খেলামÑএমন বয়ানের ভ্রমণকাহিনী পাঠক পছন্দ করে না। ভ্রমণকাহিনীর লেখককে হতে হয় তীক্ষè পর্যবেক্ষক। যেমনÑ কেন এলাকার মানুষ এক ধরনের খাবার পছন্দ করেÑ সেই খাবারটি তারা কেন পছন্দ করে সেটা জানতে হবে। থাকবে হবে ভূূগোল ও ইতিহাস বিষয়ে জানাশোনা। সবচেয়ে বড় কথা বর্ণনা এমন হতে হবে যেন পাঠকও লেখার সঙ্গে একাত্ম হয়ে দৃৃশ্যগুলো দেখতে পারে, অনুভব করতে পারে। ভ্রমণ লেখক ও উৎস প্রকাশনীর প্রকাশক মোস্তফা সেলিম বলেন, বর্তমানে অসংখ্য পাঠকের পছন্দের তালিকায় রয়েছে ভ্রমণকাহিনী। তাই গল্প-উপন্যাস ও কবিতার মতো ভ্রমণসাহিত্যও এখনও জনপ্রিয়। এর কারণটি হচ্ছে, ভ্রমণকাহিনীর মাধ্যমে মানসচক্ষে অজানা ও অদেখার সঙ্গে একাত্ম হতে পারে পাঠক। তাছাড়া সামর্থ্য বৃদ্ধির কারণে মানুষ এখন বেড়াতে পছন্দ করে, তেমনি ভ্রমণকাহিনী কেনার প্রতিও আকৃষ্ট হয়। সাকিব উন্মাদনায় সরব বইমেলা ॥ বেলা ৩টার পর ক্রিকেটার থেকে লেখক পরিচয়কে সঙ্গী করে বইমেলায় আসেন সাকিব আল হাসান। উপলক্ষটি ছিল শিশুদের জন্য লেখা জীবনীগ্রন্থ ‘হালুম’ নিয়ে প্রচারণা। বাংলালিংকের সৌজন্যে গ্রন্থটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। তাই এই প্রকাশনীর প্যাভিলিয়নেই বসেন তিনি। এর পরের গল্পটি যেন শুধুই সাকিবের প্রতি ভালবাসা ও উন্মাদনার। অটোগ্রাফসহ তাঁর লেখা বইটি কেনার প্যাভিলিয়নের চারপাশে ভিড় জমায় ভক্তের দল। সেই সঙ্গে ছিল সেলফি তোলার হিড়িক। ঘণ্টাখানেক চলেছে ভক্তদের তাঁর ভাব বিনিময় পর্ব। অনুভূতি জানতে চাইলে সাকিব বলেন, এটা আসলেই অন্য রকমের অনুভূতি। সব সময় ব্যাটে-বলে আর কাগজে অটোগ্রাফ দিয়েছি। এবারই প্রথম বইয়ের পাতায় অটোগ্রাফ দিচ্ছি। আর এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে, এটা যেন ছোট্ট একটা মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম! কেমন লাগছে গ্রন্থমেলায় এসেÑ এ প্রশ্নের জবাবে বলেন, দারুণ! কত ভেবেছি মেলায় আসব; কিন্তু কখনই আসা হয় না। এবার একটি উপলক্ষ পাওয়ায় চলে এসেছি। সাকিবকে কাছে পেয়েছে উচ্ছ্বসিত আইডিয়াল কমার্স কলেজের শিক্ষার্থী আজহারুল ইসলাম টুটুল বলেন, অটোগ্রাফসহ বইটি কিনতে পেরেছি। কিন্তু আফসোস, ভিড়ের চোটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সেলফি তোলার সুযোগ পেলাম না। লেখার সঙ্গে কার্টুনের মিশেলে শিশুদের উপযোগী করে চার রঙে ছাপা হয়েছে সাকিবের আত্মজীবনী ‘হালুম’। পাল পাবলিকেশন্স থেকে আসা বইটিতে সাকিবের অনুলিখন করেছেন আহমেদ রিয়াজ, মিলু সামাদ ও চিশতী ইকবাল। বইটি সাকিব উৎসর্গ করেছেন তার বাবা ও মাকে। বইটির মূল্য ২৫০ টাকা, তবে মেলায় বইটি ১৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ‘জিয়া পরিবারের দুর্নীতি কিছু খ- চিত্র’ : সোমবার মেলায় আওয়ামী যুবলীগের প্রকাশনা সংস্থা যুবজাগরণ থেকে প্রকাশিত হয়েছে ‘জিয়া পরিবারের দুর্নীতি কিছু খ- চিত্র’ শীর্ষক গ্রন্থ। বাংলা একাডেমির যুবজাগণের স্টলে বইটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এ সময় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নির্বাচনের নিয়মে হবে, আদালত আদালতের নিয়মে চলবে। এখানে কোন হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না। বর্তমান সরকার যেমন জঙ্গীবাদ দমনে কাজ করে যাচ্ছেন। তেমন দুর্নীতিবাজদের প্রতিহিত করার লক্ষ্যেও কাজ করে যাবে। তিনি বলেন, খালেদা জিয়া আদালতকে বাধাগ্রস্ত করে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর জিয়াউর রহমান দেশে বিএনপি নামক বিষ-বৃক্ষ একটি দলকে রোপণ করে গেছেন। যেখানে সকল দুর্নীতিবাজদের ঠিকানা ও জঙ্গীবাদের আস্তানা। নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী মেলার পঞ্চম দিনে প্রকাশিত হয়েছে ১১৬টি নতুন বই। এর মধ্যে গল্প ১৫, উপন্যাস ১৩, প্রবন্ধ ৯, কবিতা ৩২, গবেষণা ৫, ছড়া ৩, শিশুসাহিত্য ২, জীবনী ৩, মুক্তিযুদ্ধ ২, নাটক ১, বিজ্ঞান ৪, ভ্রমণ ১, ইতিহাস ৬, রাজনীতি ১, চিকিৎসা/স্বাস্থ্য ২, রম্য/ধাঁধা ১, অনুবাদ ২ এবং অন্যান্য বিষয়ের ওপর ১৪টি নতুন বই এসেছে। উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে গ্রন্থকুটির থেকে আসা হরিশংকর জলদাসের ‘তিতাস পাড়ের উপাখ্যান’, হামীম কামরুল হকের ‘আচ্ছন্নতার বাগান’। নবযুগ প্রকাশনী থেকে বেরিয়েছে সন্্জীদা খাতুনের ‘স্মৃতিপটে গুণীজন’। শ্রাবণ প্রকাশনী থেকে এসেছে সৈয়দ বদরুল আহসানের ‘হিসটোরি মেকারসিন আওয়ার টাইমস’। শোভা প্রকাশ থেকে এসেছে তারেক শামসুর রেহমানের ‘আন্তর্জাতিক রাজনীতি কোষ’। এস এম সুলায়মান কাজলের ‘অনার্তবা’ শীর্ষক কাব্যগ্রন্থ প্রকাশ করেছে তৃপ্তি প্রকাশ কুঠি। এছাড়া আবুল কাসেম ফজলুল হকের ‘সাহিত্য চিন্তা’ এনেছে এ্যাডর্ন; হাসান আজিজুল হকের ‘লেখকের উপনিবেশ’, বাংলাপ্রকাশ; শাহজাহান সরদারের ‘রিপোর্টার থেকে সম্পাদক’, উৎস প্রকাশন; সুমন্ত আসলামের ‘চালাক গোয়েন্দা চালাক খুনী’, সময়; আহমদ রফিকের ‘কবিতার বিচিত্র ভাষ্য’, অনিন্দ্যপ্রকাশ এবং ‘নির্বাচিত কবিতা’, অনিন্দ্যপ্রকাশ; নির্মলেন্দু গুণের ‘মুজিব মঙ্গল’ কবি প্রকাশনী। মেলামঞ্চের আয়োজন ॥ গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘আ জ ম তকীয়ূল্লাহ : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলী ইমাম। ভাষাসংগ্রামী আহমদ রফিকের সভাপতিত্বে আলোচনায় নেন রতন সিদ্দিকী ও শান্তা মারিয়া। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শামা রহমান, স্বর্ণময়ী ম-ল, আব্দুর রশীদ ও স্বপ্নীল সজীব। আজকের আয়োজন ॥ আজ মঙ্গলবার মেলার ৬ষ্ঠ দিন। এদিন মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেলে মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘অশ্বিনীকুমার দত্ত : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন বদিউর রহমান। আলোচনায় অংশগ্রহণ করবেন আসাদ চৌধুরী, সৈয়দ বদরুল আহ্সান, ড. জালাল আহমেদ এবং মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
×