ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট মামলা

ডাক্তার জাফরের পক্ষে যুক্তিতর্ক শেষ

প্রকাশিত: ০৬:০৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ডাক্তার জাফরের পক্ষে যুক্তিতর্ক শেষ

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। মামলার আসামি মাওলানা মো সাঈদ ওরফে ডাক্তার জাফরের পক্ষে টানা চার কার্যদিবসে যুক্তিতর্ক সোমবার শেষ করেন তার আইনজীবী মোহাম্মদ আলী। এরপর এ আইনজীবী আসামি উজ্জল ওরফে রতনের পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ প্রদান করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান, এ্যাডভোকেট আবুল হাসান জিহাদ। সোমবার ছিল যুক্তিতর্ক পেশ করার ৪০তম দিন।
×