ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদে নৌপরিবহনমন্ত্রী

নদীবন্দর থেকে রাজস্ব বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে

প্রকাশিত: ০৬:০৬, ৬ ফেব্রুয়ারি ২০১৮

নদীবন্দর থেকে রাজস্ব বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে

সংসদ রিপোর্টার ॥ দেশের নদী বন্দরগুলো থেকে রাজস্ব বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এসবের মধ্যে নতুন নদীবন্দর স্থাপন, নদীবন্দর আধুনিকায়ন, নৌ-পথ সৃষ্টির লক্ষ্যে নদী খনন, যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে পর্যাপ্ত তদারকি ব্যবস্থা গ্রহণ, আধুনিক লঞ্চ, স্টিমার ও জলযান সংগ্রহ এবং যাত্রীবান্ধব নৌ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান। মন্ত্রী আরও জানান, ২০০৮-২০০৯ অর্থ বছরে অভ্যন্তরীণ নদীবন্দর থেকে ৫৪ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরে একই খাত থেকে ৭৭ হাজার ৮ লাখ টাকা আয় হয়েছে।
×