ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু পরিবারের ৬ দম্পতিকে বিবাহোত্তর সংবর্ধনা দিলেন সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ০৬:০৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

শিশু পরিবারের ৬ দম্পতিকে বিবাহোত্তর সংবর্ধনা দিলেন সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সমাজসেবা সাংবিধানিক দায়িত্ব, এটা অবহেলা করার সুযোগ নেই মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারীভাবে পরিচালিত ‘শিশু পরিবারের’ সদস্যদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এজন্য সবাইকে নিজ অবস্থানে থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে সরকারী শিশু পরিবারের ৬ জন নিবাসীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, সামাজিক কর্মকা- পরিচালনার দায়িত্ব শুধু সরকারের একার নয়, দেশকে এগিয়ে নিতে এই কর্মকা- পরিচালনায় সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ আবশ্যক। মন্ত্রী বলেন, সরকারী পরিবারে যারা বেড়ে উঠছে তারা পিতৃমাতৃহীন। তাদেরকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার সময়ে ধারণা ছিল না যে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনচক্রে জড়িত থাকার সুযোগ রয়েছে এই মন্ত্রণালয়ে। সরকারী শিশু পরিবার ঢাকা (তেজগাঁও) ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। নিবাসীরা হলেনÑ লিপি আক্তার, সাবিনা চৌধুরী, স্বপ্না বেগম, তানিয়া আক্তার, মাজেদা বেগম ও হাজেরা লাকী। পাত্ররা হলেনÑ কুমিল্লার সাইফুল ইসলাম ভুঁইয়া, ঠাকুরগাঁয়ের কসির উদ্দীন, পটুয়াখালীর হারুন অর রশীদ, গাজীপুর জেলার শাহজালাল, ফরিদপুর জেলার রবিউল ইসলাম এবং চাঁদপুর জেলার মোঃ সোহাগ।
×