ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য বিপদ ॥ ইনু

প্রকাশিত: ০৬:০৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য বিপদ ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ যারা মুক্তিযুদ্ধ মানে না, সংবিধান মানে নাÑ তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সোমবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ১৪ দলের অন্যতম শরিক নেতা ইনু বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি আজও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য-অপ্রকাশ্য, ঘোষিত-অঘোষিত যুদ্ধ পরিচালনা করে আসছে। তারা মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তানের পথে ঠেলে দিতে চায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তির মূল ঘাঁটি বিএনপি। বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য একটি বিপদ। তিনি জাসদ নেতা মোশারফ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধুর ৬ দফা দাবির প্রতি সমর্থন দিয়ে আন্দোলনকারী হাতেগোনা গুটি কয়েকজন নেতার মধ্যে অন্যতম। তিনি স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি, মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাসদ গঠনেও অগ্রণী ভূমিকা পালন করেন। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, এ্যাড. শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ-এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম প্রমুখ। উল্লেখ্য, ১৯৭৪ সালের ৩ ফেব্রুয়ারি যশোরের নিজ বাসভবনে গুপ্তঘাতকদের গুলিতে এ্যাড. মোশারফ হোসেন নির্মমভাবে নিহত হন।
×