ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৫ মাসের মধ্যে উৎপাদনে আসবে মীরসরাইয়ের বিদ্যুত কেন্দ্র

প্রকাশিত: ০৬:০৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮

১৫ মাসের মধ্যে উৎপাদনে আসবে মীরসরাইয়ের বিদ্যুত কেন্দ্র

স্টাফ রিপোর্টার ॥ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুত সরবরাহের জন্য চট্টগ্রামের মীরসরাইয়ের ১৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণ করছে বিআর পাওয়ার জোন লিমিটেড। বিদ্যুত কেন্দ্রটি আগামী ১৫ মাসের মধ্যে উৎপাদনে আসবে। চীনা কোম্পানি সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড নির্মাণ ঠিকাদার হিসেবে সোমবার বিকেলে রাজধানীর বিদ্যুত ভবনে এ সংক্রান্ত চুক্তি সই করে। কেন্দ্র নির্মাণে ৯৬০ কোটি টাকা ব্যয় হচ্ছে। সরকার দেশের শিল্পায়ন বৃদ্ধি করতে নতুন করে ১০০ অর্থনৈতিক অঞ্চল গঠন করছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুত সরবরাহ করার উদ্যোগ হিসেবে নতুন নতুন বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। নতুন এসব কেন্দ্রগুলো অর্থনৈতিক অঞ্চল এলাকায় নির্মাণ করার কথা বলছে সরকার। নতুন এসব কেন্দ্র অর্থনৈতিক অঞ্চলে ব্যবহার অতিরিক্ত বিদ্যুত গ্রিডে সরবরাহ করবে। যদিও আগে থেকেই এই প্রক্রিয়ায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হয়। নতুন অর্থনৈতিক অঞ্চলে সরকারী বিদ্যুত কেন্দ্রের পাশাপাশি বেসরকারীভাবেও বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। সরকারের দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) এর যৌথ মূলধনী কোম্পানি বিআর পাওয়ার জোন গাজীপুরের কড্ডায় একটি বিদ্যুত কেন্দ্র নির্মাণ করে। দেশে সরকারী দুই প্রতিষ্ঠানের মধ্যে এভাবে কেন্দ্র নির্মাণের আর নজির নেই। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউস বলেন, দেশের নতুন অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুত সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে বিদ্যুত বিভাগ। মীরসরাইয়ে নতুন এই কেন্দ্রটি করার জন্যও বেজার অনুমোদনের আগে থেকেই বিদ্যুত বিভাগ জমি উন্নয়নের কাজ শুরু করেছিল। তিনি বিদ্যুত কেন্দ্রের জমির সর্বোত্তম ব্যবহার করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিআর পাওয়ার জোনের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সবুর এবং সিনো হাইড্রোর ব্যবস্থাপনা পরিচালক ঝাও কিমিং স্ব স্ব কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যুত কেন্দ্রের নির্মাণ ঠিকাদার হিসেবে সিনো হাইড্রোকে পরিশোধ করা হবে ৮৯০ কোটি টাকা। আর প্রকল্পের অন্যান্য খরচ মিলিয়ে বিদ্যুত কেন্দ্রের ব্যয় দাঁড়াবে ৯৬০ কোটি টাকা। বিদ্যুত কেন্দ্রটি গ্যাস অথবা ফার্নেস তেলে চালানো হবে। সরকার চলতি বছর থেকে এলএনজি আমদানি শুরু করতে চায়। এলএনজি আমদানি হলে কেন্দ্রটি গ্যাস দিয়েই চালানো সম্ভব হবে। বিদ্যুত কেন্দ্রটি চট্টগ্রাম জেলার বেজার এলাকায় ১৬ একর জমির ওপর স্থাপন করা হচ্ছে। এ কেন্দ্রের জন্য ইঞ্জিন তৈরি করবে জার্মানির মান ডিজেল ও টারবো কোম্পানি। চুক্তি স্বাক্ষরের ১৫ মাসের মধ্যে কেন্দ্রটি স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী বছর মে মাসে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদনে আসার সময় নির্ধারণ করা হয়েছে। পিডিবি ও বিআর পাওয়ার জোনের নিজস্ব অর্থায়নে এই কেন্দ্রটি স্থাপন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন ছাড়াও বিদ্যুত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×