ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ৪ জনের বিরুদ্ধে মামলা, কনের বাবা গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জে ৪ জনের বিরুদ্ধে মামলা, কনের বাবা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহীর বাল্যবিয়ে আয়োজনের চেষ্টায় জড়িত চার জনের বিরুদ্ধে রবিবার মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কনের বাবাকে। বাল্যবিয়ে নিয়ে মুন্সীগঞ্জে এটিই প্রথম নিয়মিত মামলা। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানিয়েছেন, সামাজিক এই ব্যাধি নিয়ন্ত্রণের জন্যই নিয়মিত মামলা রুজু করতে হয়েছে। ছাড় দেয়ার সুযোগ নেই। বাল্যবিয়ের চেষ্টা করা হলেই নিয়মিত মামলা হবে। পুলিশ কনের পিতা বাবুল শেখকে (৪৫) গ্রেফতার করেছে। মামলাটির অপর তিন আসামি বর মোঃ মুরাদ (২৫) ও বরের পিতা বাবুল মিয়া এবং অবৈধ এই বিয়ের আয়োজনের অন্যতম হোতা কনু শিকদার পলাতক রয়েছে। টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাসিনা আক্তার জানান, কনের বয়স ১৫। কনে আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তাই বাল্যবিয়ে বন্ধে শনিবার সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়। কিন্তু তা উপেক্ষা করে রবিবার দুপুরে বিয়ের আয়োজন করে। পরে মামলা রুজু করে তাৎক্ষণিক কনের বাবাকে গ্রেফতার করা হয়। তবে কনু শিকদার, বর ও বরের বাবা পালিয়ে যায়। . মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে রবিবার অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ জাহাঙ্গীর সরকার নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাহিদ হাসান জনি জানান, সকাল থেকে মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে র‌্যাব সদস্যরা অভিযান শুরু করে। বিকেল পর্যন্ত অভিযান চলাকালে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ জাহাঙ্গীর সরকার নামে এক সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
×