ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রোটিয়াদের লজ্জায় ডুবিয়ে জিতল ভারত

প্রকাশিত: ০৬:০৬, ৫ ফেব্রুয়ারি ২০১৮

প্রোটিয়াদের লজ্জায় ডুবিয়ে জিতল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের মাঠে প্রতিপক্ষের স্পিন-বিষে এভাবে নীল হওয়ার ঘটনা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে প্রায় বিরল। যুবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদবের ঘূর্ণিতে বেসামাল প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচে গুটিয়ে যায় ১১৮ রানে। ঘরের মাটিতে ওয়ানডে ইতিহাসে দক্ষিণ আফ্রিকার এটি সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা। রবিবার সেঞ্চুরিয়নের একতরফা ম্যাচে মামুলি লক্ষ্যটা ভারত পেরিয়ে গেছে ৯ উইকেট আর ২৯.৩ ওভার হাতে রেখেই। শিখর ধাওয়ান ৫১ ও অধিনায়ক বিরাট কোহলি ৪৬ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। ৫/২২- ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়ে ম্যাচসেরা লেগস্পিনার চাহাল। আর চায়নাম্যান কুলদীপ নিয়েছেন ৩ উইকেট। ছয় ম্যাচের সিরিজে সফরকারীরা এখন ২-০তে এগিয়ে। শেষ টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকায় এটি তাদের টানা তৃতীয় জয়। বুধবার কেপটাউনে তৃতীয় ওয়ানডে। সুপার স্পোর্ট পার্কে টস জিতে ফিল্ডিং নেয়া ভারতের হয়ে গল্পের চিত্রনাট্যের পুরোটা জুড়েই ছিলেন চাহাল আর কুলদীপ। খেলার প্রথমার্ধেই কার্যত ভাগ্য গড়ে দিয়েছেন দুই অতিথি স্পিনাররা। ২৯তম ওভারে শেষ স্বীকৃত ব্যাটসম্যান ডেভিড মিলার যখন সাজঘরে ফেরেন ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তখন ১১০। পরের ৮ রানের মধ্যে নেই শেষ ৪ উইকেটও। ১১৮ রানে অলআউট স্বাগতিদের ইনিংসের আয়ু ৩২.২ ওভার। যা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানের নতুন রেকর্ড। ২০০৯ সালে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ রান ছিল আগের সর্বনিম্ন। আর সর্বোপরি ওয়ানডেতে এটি দক্ষিণ আফ্রিকার সপ্তম সর্বনিম্ন রান। ফ্যাফ ডুপ্লেসিসের ইনজুরির কারণে এইডেন মার্করামের নেতৃত্বের অভিষেকে বাজে ব্যাটিংয়ের উপাখ্যানই রচনা করল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার শুরুটা অবশ্য এত খারাপ ছিল না। ম্যাচসেরা চাহালের বোলিং ফিগার ৮.২-১-২২-৫। দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন স্পিনারের দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড এটি। সেরা নিকি বোয়ের ৫/২১। তবে ভিনদেশীদের মধ্যে চাহালই সবার ওপরে। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ॥ ৩২.২ ওভারে ১১৮ (আমলা ২৩, ডি কক ২০, মার্করাম ৮, ডুমিনি ২৫, মিলার ০, ঝন্ডো ২৫, মরিস ১৪, রাবাদা ১, মরকেল ১, তাহির ০, শামসি ০*; ভুবনেশ্বর ১/১৯, বুমরাহ ১/১২, পান্ডিয়া ০/৩৪, চাহাল ৫/২২, কুলদীপ ৩/২০, কেদার ০/১১)। ভারত ॥ ২০.৩ ওভারে ১১৯/১ (রোহিত ১৫, ধাওয়ান ৫১*, কোহলি ৪৬*; মরকেল ০/৩০, রাবাদা ১/২৪, মরিস ০/১৬, তাহির ০/৩০, শামসি ০/১৮)। ফল ॥ ভারত ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ চাহাল (ভারত)। সিরিজ ॥ ছয় ওয়ানডেতে ভারত ২-০তে এগিয়ে।
×