ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, গানার্সদের হয়ে অভিষেকেই গোল আউবামেয়াংয়ের, প্রতিশোধের জয় ম্যানইউর, ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ হাডার্সফিল্ড, আর্সেনাল ৫-১ এভারটন

রামসের হ্যাটট্রিকে আর্সেনালের গোলোৎসব

প্রকাশিত: ০৬:০৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮

রামসের হ্যাটট্রিকে আর্সেনালের গোলোৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে বড় জয় পেয়েছে আর্সেনাল। শনিবার রাতে এ্যারন রামসের হ্যাটট্রিকে এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা ৫-১ গোলে বিধ্বস্ত করেছে এভারটনকে। আরেক ম্যাচে ওল্ডট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে অতিথি হাডার্সফিল্ড টাউনকে। বর্তমানে ২৬ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আর্সেনাল। বার্নলির মাঠে ১-১ ড্র করা ম্যানচেস্টার সিটি ৬৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ। সমান ৫০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে একটি করে ম্যাচ কম খেলা লিভারপুল ও চেলসি। দুই পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে শুরু থেকেই এভারটনের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। যার ফলশ্রুতিতে প্রথম ২০ মিনিটের মধ্যেই তিন গোল আদায় করে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ষষ্ঠ মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের পাসে ফাঁকায় পেয়ে অনায়াসে দলকে এগিয়ে নেন রামসে। ১৪ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসী ডিফেন্ডার লরাঁ কোসিয়েলনি। পাঁচ মিনিট পর প্রায় ২৫ গজ দূর থেকে ওয়েলসের মিডফিল্ডার রামসের জোরালো শট প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ম্যাচের ৩৭ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে আর্সেনালের জয় প্রায় নিশ্চিত করেন আউবামেয়াং। মিখিতারিয়ানের রক্ষণচেরা পাস ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন কিছুদিন আগে ক্লাবের ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে দলে আসা গ্যাবনের ফরোয়ার্ড। ফলে গানার্সদের হয়ে অভিষেকেই গোল পেলেন তিনি। তিন মিনিট পর নাচো মনরিলের হেড পোস্টে লেগে প্রতিহত হয়। বিরতির পর ৫২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করে এভারটন। কিন্তু সেনেগালের ফরোয়ার্ড ওমারের প্রচেষ্টা পোস্টে বাধা পায়। ৬৪ মিনিটে হেডে এভারটনের হয়ে সান্ত¡নাসূচক একমাত্র গোল করেন ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক কালভার্ট-লুইন। ৭৪তম মিনিটে মিখিটারিয়ানের কাছ থেকে বল পেয়ে হ্যাটট্রিক পূরণ করেন রামসে। এর ফলে প্রিমিয়ার লীগে আর্সেনালের ২০তম ফুটবলার হয়ে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন তিনি। তিন মাস আগে হাডার্সফিল্ড টাউনের মাঠে চলতি লীগে প্রথম হারের স্বাদ পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই দলটিকে নিজেদের মাঠে হারিয়ে প্রতিশোধ নিয়েছে রেড ডেভিলসরা। ওল্ডট্র্যাফোর্ডে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে জোশে মরিনহোর শিষ্যরা। এরপরও অবশ্য প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। বিরতির পর শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো ইউনাইটেড ৫৫ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায়। বাঁ প্রান্ত থেকে জুয়ান মাতার ক্রস পেয়ে ডি বক্সের বাইরে থেকে ভলিতে দৃষ্টিনন্দন গোল করেন রোমেলু লুকাকু। দলবদল করে আর্সেনাল থেকে আসা এ্যালেক্সিস সানচেজ ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ডি বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তার স্পট কিক অবশ্য ডানদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন হাডার্সফিল্ড গোলরক্ষক লোসেল। কিন্তু দুর্ভাগ্য তার ফিরতি বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন চিলিয়ান ফরোয়ার্ড। ইউনাইটেডের জার্সিতে লীগে এটা তার প্রথম গোল।
×