ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাব্বির ইন, সানজামুল, রুবেল আউট

মিরপুর টেস্টেও নেই সাকিব

প্রকাশিত: ০৬:০৪, ৫ ফেব্রুয়ারি ২০১৮

মিরপুর টেস্টেও নেই সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া প্রথম টেস্টে সাকিব আল হাসান ছিলেন না। ইনজুরির জন্য থাকতে পারেননি সাকিব। নেতৃত্বও দিতে পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়ক ছিলেন। ৮ ফেব্রুয়ারি ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে সেই টেস্টেও সাকিব নেই। সাকিবের সঙ্গে দ্বিতীয় টেস্টে নেই সানজামুল ইসলাম ও পেসার রুবেল হোসেনও। দলে আবার ঢুকেছেন সাব্বির রহমান রুম্মন। প্রথম টেস্টে অভিষেক হয় সানজামুলের। মনে করা হয়েছিল, সানজামুলের স্পিন কাজে দেবে। কিন্তু এমনই ব্যর্থ হন যে সমালোচনা শুরু হয়ে যায়। অভিজ্ঞ আব্দুর রাজ্জাককে ডেকেও একাদশে রাখা হয়নি। এমনকি যুব বিশ্বকাপ খেলতে যাওয়া নাঈম হাসানকেও নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়। কিন্তু সানজামুলকে ভরসা করে খেলানো হয়। ফল দাঁড়ায় ‘জিরো’। ৪৫ ওভার বল করে ২ মেডেনসহ ১৫৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। অভিষেক টেস্টে যা দেশের হয়ে সবচেয়ে খরুচে বোলিং। আর তাই সানজামুলকে বাদই দেয়া হয়েছে। আর রুবেলকেও বাদের তালিকায় রেখে দিয়েছেন নির্বাচকরা। সাব্বির প্রথম টেস্টের দলে ছিলেন না। তাকে নেয়া হয়নি। কিন্তু দ্বিতীয় টেস্টের জন্য তাকে আবার নেয়া হয়েছে। ১৫ সদস্যের ঘোষিত দ্বিতীয় টেস্টের দলে প্রথম টেস্টের বাকিরা বহাল আছেন। বাংলাদেশ দল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তানবীর হায়দার, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক।
×