ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগ মাঠে গড়াচ্ছে আজ

প্রকাশিত: ০৬:০৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

প্রিমিয়ার ক্রিকেট লীগ মাঠে গড়াচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ প্লেয়ার্স ড্রাফটে এবার একটি বিশেষ ধারা যুক্ত করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সেই ধারা অনুসারে প্লেয়ার্স ড্রাফটে পাওয়া ক্লাবই কোন ক্রিকেটারের নিশ্চিত ঠিকানা নয়। ক্লাবগুলো চাইলে পরস্পরের মধ্যে খেলোয়াড় বিনিময় করতে পারেন সমঝোতার মাধ্যমে। সেই সমঝোতায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নবাগত দল শাইন পুকুর থেকে আবাহনী লিমিটেডে ভিড়েছেন। তার সঙ্গে যোগ হয়েছেন খেলাঘর সমাজকল্যাণ সমিতি থেকে উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও। এছাড়াও বেশ কিছু ক্লাব পরস্পরের মধ্যে কিছু খেলোয়াড় বিনিময় করেছে। এখন শুধু বল মাঠে গড়ানোর অপেক্ষা। ২০১৭-১৮ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) শুরু হচ্ছে আজ। দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় এ আসরে প্রথমদিনেই বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ খেলাঘর। এছাড়া গত আসরের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে এবং রানার্সআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ফতুল্লায় নবাগত শাইনপুকুরের বিপক্ষে খেলবে। এবার আবাহনীর শিরোপা পুনরুদ্ধারের মিশন। গত মৌসুমে তাদের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নেয় গাজী গ্রুপ। প্লেয়ার্স ড্রাফটে আবাহনী বেশ শক্ত দল গঠন করেছে। জাতীয় দলের নিয়মিত সদস্যদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদকে পেয়েছে তারা। আর শাইন পুকুরের সঙ্গে সমঝোতা করে ওয়ানডে অধিনায়ক মাশরাফিকেও দলে ফিরিয়ে এনেছে। সঙ্গে খেলাঘরের কাছ থেকে ছিনিয়ে এনেছে এবার জাতীয় দলে ফেরা বিজয়কে। এছাড়া জাতীয় দলে যাওয়া-আসার মধ্যে থাকা নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুনকেও পেয়েছে। অনুর্ধ-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান এবং পেসার মোহাম্মদ রাকিবকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো দলই পেয়েছে আবাহনী। অবশ্য খেলাঘরের কাছে যুব দলের পেসার হাসান মাহমুদকে ছেড়ে দিয়েছে তারা। কিন্তু এরপরও বেশ সামঞ্জস্যপূর্ণ ও শক্তিশালী দলই পেয়েছে আবাহনী। সেই খেলাঘরের বিপক্ষেই আজ মাঠে নামবে আবাহনী। মাশরাফি এক মৌসুম পর আবার ফিরেছেন দলটিতে। গত মৌসুমে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলেছেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফিকে ছেড়ে দেয়ার পর শিরোপাও হারায় আবাহনী। আজ জয় দিয়ে শুরু করেই শিরোপা পুনরুদ্ধারের অভিযানে চলতে থাকবে ঐতিহ্যবাহী এ দলটি। গত আসরে দুর্দান্ত খেলা গাজী শিরোপা জিতেছিল। এবার সেটা ধরে রাখার মিশন তাদের। তবে টেস্ট দলে থাকা ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, তরুণ নাঈম হাসান, মুমিনুল হকদের পাবে না প্রথম ম্যাচেই। ১০ বছর পর প্রিমিয়ার লীগে ফেরা অগ্রণী ব্যাংকের বিপক্ষে তাই খর্বশক্তির দল নিয়েই নামতে হবে চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচেই তাই বড় পরীক্ষা গাজীর। অগ্রণী ব্যাংক আর প্রথম বিভাগ লীগে নেমে যেতে নারাজ। এবার দলও বেশ ভাল গড়েছে তারা। সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেনদের নিয়ে দারুণ শক্তি সঞ্চয় করেছে ক্লাবটি। তবে টেস্ট দলে থাকায় অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে পাচ্ছে না তারা। আজ প্রথম ম্যাচেই জয় তুলে নেয়ার মতো অঘটনের জন্ম দিতে মুখিয়ে আছে তারা। রানার্সআপ দোলেশ্বর প্রথম ম্যাচেই পাচ্ছে না লিটন দাস, মুস্তাফিজুর রহমানকে। দু’জন টেস্ট দলে আছেন। এরপরও শিরোপার দাবিদার হওয়ার মতো শক্তি রয়েছে দলটিতে। আজ তাদের প্রথম পরীক্ষা ফতুল্লায় নবাগত শাইন পুকুরের বিপক্ষে। তাদের দলে বড় নাম জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, শুভাগত হোম এবং অনুর্ধ-১৯ দলের আফিফ হোসেন, তৌহিদ হৃদয়। তারা দারুণ কিছু করেই অভিযান শুরু করতে উন্মুখ।
×