ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যর্থতার সাগরে হাবুডুবু রিয়ালের

প্রকাশিত: ০৬:০৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

ব্যর্থতার সাগরে হাবুডুবু রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুতেই ব্যর্থতা থেকে বের হতে পারছে না রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সবধরনের আসরেই ব্যর্থতার সাগরে হাবুডুবু খাচ্ছে। স্প্যানিশ লা লিগায় চলমান মৌসুমে শিরোপা হারানো অনেকটাই নিশ্চিত রোনাল্ডো-বেলদের। এটা আরও বেগবান হয়েছে লেভান্তের সঙ্গে হোঁচট খেয়ে। শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে লেভান্তের মাঠে ২-২ গোলে ড্র করেছে সফরকারী রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ে ২১ ম্যাচে মাত্র ৩৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সিলোনার পয়েন্ট ৫৭। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৪০। মাত্র ২০ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে লেভান্তে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই রিয়ালকে লিড এনে দেন অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের ১১ মিনিটে টনি ক্রুসের কর্নারে হেডে বল জালে জড়ান স্প্যানিশ এই তারকা। এতে রিয়ালের হয়ে লীগে ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন স্প্যানিশ এই ডিফেন্ডার। ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন রোনাল্ডো। ক্রুসের জোরালো শট গোলরক্ষক ফিরিয়ে দিলে বল পান সি আর সেভেন। ফাঁকায় পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন এই তারকা। ৪২ মিনিটে পাল্টা এক আক্রমণে সমতায় ফেরে লেভান্তে। স্প্যানিশ ফরোয়ার্ড মোরালেসের নেয়া শট এগিয়ে এসে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কেইলর নাভাস। তবে ফিরতি বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড বোয়াটেং। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। ম্যাচের ৬৬ মিনিটে বেলের পরিবর্তে ইস্কোকে মাঠে নামান কোচ জিদান। মাঠে নামার ১৫ মিনিট পরই দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার। বাইলাইন থেকে বেনজেমার কাছ থেকে বল পেয়ে জোরালো শটে গোলটি করেন ইস্কো। কিন্তু বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ৮৯ মিনিটে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে রিয়ালকে স্তব্ধ করে দেন ইতালিয়ান ফরোয়ার্ড জামপাওলো পাজ্জিনি। বাকি সময় আর গোল না হলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তবে দল জিততে না পারলেও লা লিগায় দারুণ এক রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোস। প্রথম ডিফেন্ডার হিসেবে স্পেনের শীর্ষ লীগে গোল করেছেন টানা ১৪ মৌসুমে। এই ম্যাচের গোলটি আবার রিয়ালের হয়ে রামোসের ৫০তম লক্ষ্যভেদ। এর আগে রিয়ালের হয়ে ১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত খেলে লা লিগায় টানা ১৫ মৌসুমে গোল করেছিলেন ফার্নান্ডো ইয়েররো। তবে সবসময় ডিফেন্ডারের ভূমিকায় খেলেননি স্পেনের এই খেলোয়াড়। অন্য খেলোয়াড়দের মধ্যে একমাত্র বার্সিলোনার লিওনেল মেসি লা লিগায় টানা ১৪ মৌসুমে গোল করেছেন। লীগের টানা ১৩ মৌসুমে গোল করে রামোস ও মেসির পরেই আছেন এ্যাথলেটিক বিলবাওয়ের স্ট্রাইকার আরিটস আডুরিজ। ম্যাচ শেষে রামোস বলেন, আমরা কিছু ভুল করেছি। কিছু ম্যাচে আমরা অনেক পয়েন্ট ছেড়েছি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণই ছিল। এটা আমাদের বাজে বছরগুলোর একটি। রিয়ালের লা লিগা শিরোপা ধরে রাখার আশা শেষই হয়ে গেছে। ছিটকে গেছে কোপা ডেল’রে থেকেও। একমাত্র আশা কেবল চ্যাম্পিয়ন্স লীগে। ইউরোপ সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে ১৪ ফেব্রুয়ারি গ্যালাক্টিকোরা মুখোমুখি হবে শক্তিশালী পিএসজির। এমন অবস্থায় দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রামোস বলেন, এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে ও শক্তিশালী হতে হবে এবং উন্নতি করতে ইতিবাচক হতে হবে। আমরা আমাদের সামর্থ্যে বিশ্বাস করি। নিজের রেকর্ড প্রসঙ্গে স্প্যানিশ অধিনায়ক বলেন, এটা ভাল লাগার মতোই রেকর্ড। আমি সবসময় চেষ্টা করি দলের জন্য কিছু করতে। তবে ম্যাচ জিততে না পারায় এটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
×