ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ান সুপারস্টারের ২৬তম জন্মদিন আজ

প্যারিসেও সুরভিত নেইমার

প্রকাশিত: ০৬:০১, ৫ ফেব্রুয়ারি ২০১৮

প্যারিসেও সুরভিত নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ স্বদেশী ক্লাব সান্তোসে বিস্ফোরক ঘটেছিল নেইমারের। এখান থেকেই বিশ্ব ফুটবলের সেরা সেরা ক্লাবের মন জয় করেন তিনি। তার পারফর্মেন্সে মুগ্ধ হয়েই ২০১৩ সালে নেইমারকে দলে ভেড়ায় স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা। কিন্তু স্প্যানিশ লা লিগার ক্যারিয়াটাকে দীর্ঘায়িত করতে পারেননি ব্রাজিলিয়ান ফুটবলের এই বিস্ময় তারকা। গত গ্রীষ্মকালীন দলবদলেই ন্যুক্যাম্প ছেড়ে নতুন করে ঠিকানা গড়েন ফ্রেঞ্চ লীগ ওয়ানে। ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতেও সৌরভ ছড়াচ্ছেন নেইমার। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য এক উচ্চতায়। আজ সোমবার ২৬ বছরে পা রাখলেন দুর্দান্ত ফর্মে থাকা নেইমার। তবে স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানায়, একদিন আগেই জন্মদিনের পার্টির আয়োজন করেন বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে দামী ফুটবলার। প্যারিসের এক রেস্টুরেন্টে রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজন করা হয় নেইমারের পার্টি। যা নিয়ে আগেই ব্যাপক পরিকল্পনা করে রাখেন নেইমার। সংবাদ মাধ্যমে জানা যায়, নিজের ২৬তম জন্মদিনে শুধু ব্রাজিল থেকেই উড়িয়ে আনা হয় ৫০ জন অতিথিকে। তাদের জন্য রাখছেন থাকার সুব্যবস্থাও। পরিবারের পাশাপাশি প্যারিসের এই পার্টিতে টেলিভিশন সেলিব্রেটি, পোকার খেলোয়াড় এবং ব্রাজিলের রিয়েলিটি শো ‘বিগ ব্রাদারে’র তারকারা উপস্থিত হওয়ার কথা জানায় গণমাধ্যম। তবে নেইমারের জন্মদিনের পার্টিতে তার সাবেক ক্লাব বার্সিলোনার কেউ উপস্থিত থাকতে পারেননি। কেননা রবিবার এস্পানিওলের মুখোমুখি হয় মেসি-ইনিয়েস্তারা। যে কারণেই প্রিয় বন্ধুদের থাকতে পারেননি কেউ। গত গ্রীষ্মকালীন দলবদলেই বার্সিলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে নতুন করে ঠিকানা গড়েন নেইমার। দলবদলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে প্যারিসের ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকেই উড়ছেন তিনি। দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে নিয়মিতই প্রমাণ করে চলেছেন যে কেন তিনি ইতিহাসের দামী ফুটবলার। শনিবার লিলির বিপক্ষে ম্যাচেও নিজেকে দারুণভাবে মেলে ধরেন নেইমার। দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে পিএসজিকে দারণ এক জয় উপহার দিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই সঙ্গে পিএসজির হয়ে চলতি মৌসুমের ২৫তম গোলটি করেন সাবেক বার্সিলোনা ও সান্তোস ফরোয়ার্ড। তবে ফরাসী ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকেই নেইমারের ব্যাপারে নানান গুঞ্জন শোনা যায়। যার মধ্যে ছিল কোচ উনাই এমেরির সঙ্গে নেইমারের মতের অমিল। তবে সেসব গুঞ্জন-বিতর্ক এখন অতীত। বরং ব্রাজিলিয়ান সুপারস্টারের পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত পিএসজির কোচ। লিলির বিপক্ষে ম্যাচের আগেও নেইমারকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি উনাই এমেরি জানিয়েছেন তাদের মধ্যে সুসম্পর্কের কথা। এ বিষয়ে উনাই এমেরি বলেন, ‘তার খেলার ধরন দেখলেই মনে হবে একটা শো। সে খুবই স্মার্ট। কেননা সে খুব ভাল করেই জানে যে দলকে কিভাবে জেতাতে হবে। তার খেলার ধরন সকলের জন্যই খুব ভাল, বিশেষ করে পিএসজির। তার সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক রয়েছে ঠিক অন্য খেলোয়াড়দের মতোই।’ এদিকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে লুকাস মৌরাকে টটেনহ্যাম হটস্পারের কাছে বিক্রি করে দেয় পিএসজি। এরপর সমালোচনার মুখে পড়েন এমেরি। স্বদেশী সতীর্থকে হারিয়ে নেইমার নিজেও পিএসজির এমন সিদ্ধান্তকে ‘অন্যায়’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছিলেন। তবে এই সমালোচনাকে পাত্তা না দিয়ে বরং স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন পিএসজির কোচ। তিনি বলেন, ‘তারা ব্রাজিলিয়ান, একে অপরের খুব ভাল বন্ধু। জাতীয় দলে একসঙ্গে খেলে তাই এটা স্বাভাবিক। তবে লুকাসের জন্য আমার শুভ কামনা। মূল খেলোয়াড় হিসেবে সে দলে সুযোগ পাচ্ছিল না। সেক্ষেত্রে প্যারিস ছাড়াটাই তার জন্য ভাল হয়েছে। টটেনহ্যামে যাওয়াটা তার খুব ভাল সিদ্ধান্ত। আশাকরি সে তার অগ্রযাত্রা ধরে রাখবে।’
×