ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমআইএসটিতে দুই দিনব্যাপী স্থাপত্য উৎসব

প্রকাশিত: ০৫:২৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

এমআইএসটিতে  দুই দিনব্যাপী  স্থাপত্য উৎসব

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)’র স্থাপত্য বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘স্থাপত্য উৎসব-২০১৮’ শনিবার মিরপুর সেনানিবাসের এমআইএসটি ক্যাম্পাসে শুরু হয়েছে। এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপত্য উৎসব ২০১৮’র উদ্বোধন করেন। এমআইএসটি’র স্থাপত্য বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে, টেকসই স্থাপত্য চর্চায় নতুন পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। তিনি পরিবেশ সহায়ক স্থাপত্য চর্চার মাধ্যমে দেশের উন্নত আগামী নির্মাণের জন্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও পেশাজীবীদের ভূমিকা রাখার ওপরও জোর দেন। উদ্বোধনী দিনে সেমিনার, ডিজাইন শ্যারেট এবং শিক্ষার্থীদের কাজের প্রদর্শনী ছিল। দেশের স্বনামধন্য স্থপতি, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্থাপত্য চর্চার আগামী ধারার ওপর তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। দেশের প্রায় ৩৭টি স্থাপত্য বিভাগের ২০০ জন শিক্ষার্থী ডিজাইন শ্যারেটে অংশ নেন। -আইএসপিআর
×