ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ ফেব্রুয়ারি নাশকতার আশঙ্কা, চট্টগ্রামে ৬ স্পটে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৫:২৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮

৮ ফেব্রুয়ারি নাশকতার  আশঙ্কা, চট্টগ্রামে ৬ স্পটে নিরাপত্তা  জোরদার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামী ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র বৃহত্তর চট্টগ্রামে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিন বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে কর্মী ও সমর্থকদের চাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রশাসন ইতোমধ্যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নগরীর স্পর্শকাতর ৬টি স্পটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে রেললাইন ভিত্তিক যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে রেলওয়ে পুলিশ সূত্রে। বিএনপি সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা রাজপথে শান্তিপূর্ণ অবস্থানে থাকবে। খোদ চেয়ারপার্সনের পক্ষে ওইদিন শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপি নেতাদের ধরপাকড় চলছে বলে অভিযোগ আনা হয়েছে। এ প্রক্রিয়ায় চট্টগ্রামেও দলের নেতাকর্মী ও সমর্থকরা গ্রেফতার আতঙ্কে রয়েছে। এরপরও কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিএনপির পক্ষ থেকে ৬ স্পটে অবস্থান নেয়ার কথা জানানো হয়েছে। সিএমপি সূত্রে জানানো হয়েছে, যে ৬টি স্থানে বিএনপি অবস্থান নেবে, সেসব স্থানে যে কোন ধরনের নাশকতার বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। এদিকে ১৪ দলের পক্ষেও জানানো হয়েছে, ওইদিন তাদের পক্ষেও মাঠে অবস্থান নেয়া হবে। বিএনপি যাতে কোন ধরনের সহিংসতা সৃষ্টি করতে না পারে এজন্যই ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার দুপুরে ১৪ দলের নেতাদের পক্ষে সিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাত করা হয়েছে। ওই সাক্ষাত অনুষ্ঠানে সিএমপি কমিশনার বিএনপির পাশাপাশি সরকারী দলের নেতাকর্মীদেরও আইনশৃঙ্খলা বিরোধ কোন কর্মকান্ড সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। অপরদিকে রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, অতীতের মতো রেললাইন উপড়ে ফেলা, ট্রেন যাত্রার বিঘ্ন ঘটানোর মতো কোন অপকর্ম হতে দেয়া হবে না। ইতোমধ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, অতীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের নানা নাশকতায় চট্টগ্রাম ছিল আতঙ্কের জনপদ। ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টি করতে পারে বলে গোয়েন্দা সূত্রে ইঙ্গিত দেয়ার পর প্রশাসন ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
×