ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ সিলেট যাচ্ছেন

রায়ের আগের দিন সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৫:২৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

রায়ের আগের দিন সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে এই সংবাদ সম্মেলন কোথায় এবং কখন হবে তা জানা যায়নি। এছাড়া রায়ের দিন ৮ ফেব্রুয়ারি তিনি আদালতে উপস্থিত থাকবেন। রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে রাত সাড়ে ৯টায় বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় রাত সোয়া ১০টায়। বৈঠকের আলোচনা নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে ৮ ফেব্রুয়ারির রায়ে গ্রেফতার আতঙ্ক মাথায় নিয়ে আজ সিলেটে মাজার জিয়ারতে যাচ্ছেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা জানিয়েছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এছাড়া ৮ ফেব্রুয়ারি রায় পরবর্তী করণীয় অর্থাৎ আইনী লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচী কী হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে মামলায় সাজা হলে তার অনুপস্থিতিতে দলের ঐক্য ধরে রাখা, সময়োপযোগী কর্মসূচী গ্রহণ এবং সেগুলো পালনে শীর্ষ নেতাদের করণীয়, শীর্ষ নেতারা গ্রেফতার হলে নেতৃত্বের ক্রমবিন্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য রয়েছে। সিলেট অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, ৮ ফেব্রুয়ারি রায়ে গ্রেফতার আতঙ্ক মাথায় নিয়ে দুই ওলীর মাজার জিয়ারত করতে সোমবার সিলেট আসছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা তৎপর হয়ে উঠেছেন। রবিবার নগরীতে এ নিয়ে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। নেতাকর্মীরা আগামী নির্বাচনকে সামনে রেখে এ যাত্রায় নেত্রী সভা-সমাবেশ করবেন এমনটা আশা করলেও তাদের আশা পূরণ হচ্ছে না। ৮ ফেব্রুয়ারির দুর্যোগ কাটিয়ে উঠতেই দুই আউলিয়ার মাজার জিয়ারত করতে আসছেন খালেদা এটাই নিজেদের মধ্যে আলোচনায় প্রাধান্য পাচ্ছে। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন জানান, সোমবার সকাল ১০টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। বিকেল ৩টার দিকে তিনি সিলেটে এসে পোঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল (রহ)-এর মাজার জিয়ারত ও পরে হযরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউজে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে পরদিন সড়ক পথেই ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।’ তিনি আরও জানান, কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর জনসভার জন্য সিলেটবাসী মাইকিংয়ে অতিষ্ঠ ছিল কিন্তু আমাদের বেলায় পুলিশ প্রশাসন মাইকিং করতে বাধা দিচ্ছে। এই দ্বৈতনীতি কোনভাবেই কাম্য নয়। এছাড়া বিএনপি নেতাকর্মীদের বাসায় তল্লাশির নিন্দা জানানো হয়।
×