ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

বিএনপি কোনদিনই গণতন্ত্রে বিশ্বাস করে না

প্রকাশিত: ০৫:২৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি কোনদিনই গণতন্ত্রে বিশ্বাস করে না

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, বিএনপি কোনদিনই গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে দুর্নীতি, অগ্নিসন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতায়। দেশবাসী এই দেশবিরোধী দলকে আর কোনদিন ক্ষমতায় দেখতে চায় না। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রবিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সরকারী দলের মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব, মোহাম্মদ হাছান ইমাম খাঁন, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, জুয়েল আরেং, বেগম সানজিদা খানম, সাবিহা নাহার বেগম, দিলারা বেগম ও জাতীয় পার্টির মোহাম্মদ নোমান। আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব বলেন, বিএনপি গণতন্ত্রে কোনদিনই বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে হত্যা, অগ্নিসন্ত্রাস, দুর্নীতি ও অর্থ পাচার। দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে দেশ কার হাতে নিরাপদ। তিনি বলেন, জিয়াউর রহমান কোনদিনই একাত্তরে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হননি। তাঁকে বীর উত্তম খেতাব দেয়া নীতিমালার পরিপন্থী। জাতীয় পার্টির মোহাম্মদ নোমান বলেন, দেশ ধীরে ধীরে মেধাশূন্য হয়ে পড়ছে। প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এখন ছাত্ররা ক্লাশরুমে থাকে না, টেন্ডার নিয়ে সময় ব্যয় করে। রাজনীতির কালচার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বিশাল অর্জনগুলো তৃণমূলের নেতাকর্মীদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কৌশলের রাজনীতিতে এগিয়ে থাকলেও ভোটের রাজনীতিতে কতটা এগিয়ে রয়েছি তা নিয়ে ভাবতে হবে। সানজিদা খানম বলেন, একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে মাদার অব হিউম্যানিটি, অন্যদিকে খালেদা জিয়া মাদার অব ফায়ার খেতাব পেয়েছেন। যারা ক্ষমতায় থেকে দেশকে সন্ত্রাসী-জঙ্গী রাষ্ট্রে পরিণত করেছিল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। হাসান ইমাম খান বলেন, একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়ক দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি নেত্রী খালেদা জিয়া নানা ষড়যন্ত্র করছেন। ৮ ফেব্রুয়ারির রায় নিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। কিন্তু রায়কে কেন্দ্র করে দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করা হলে জনগণই তাদের প্রতিরোধ করবে।
×