ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির উস্কানিতে সাড়া দেবেন না ॥ নেতাকর্মীদের কাদেরের নির্দেশ

প্রকাশিত: ০৫:২২, ৫ ফেব্রুয়ারি ২০১৮

 বিএনপির উস্কানিতে সাড়া দেবেন না ॥ নেতাকর্মীদের কাদেরের  নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপির কোন উস্কানিতে সাড়া না দেয়ার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, ৮ তারিখের রায়কে কেন্দ্র করে বিভিন্নভাবে উত্তেজনা ছড়ানো হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কারও সঙ্গে পাল্টাপাল্টিতে যাব না। আমাদের মাঠ গরম করার দরকার নেই। পরিস্থিতি বুঝে ঠা-া মাথায় মোকাবেলা করতে হবে। তবে রায়কে কেন্দ্র করে কেউ যদি পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তা হলে নৈরাজ্যের বিরুদ্ধে আবার সতর্ক পাহারায় থাকব। বিএনপি প্রধানের বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারির রায়ের দিন ঠিক হওয়ার পর উত্তেজনার মধ্যে রবিবার বিকেলে ঢাকা মহানগর যুবলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্র্রাট। সমাবেশে আরও বক্তব্যে রাখেন যুবলীগের চেয়ারম্যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ সাঈদ খোকন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান ফারুক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারিতে আমাদের কোন কর্মসূচী রাখতে বলেনি। আমাদের কোন কর্মসূচী নেই ওই দিন, দেবও না। তবে রায়কে কেন্দ্র করে কেউ যদি পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তা হলে নৈরাজ্যের বিরুদ্ধে আবার সতর্ক পাহারায় থাকব।’ রায়কে কেন্দ্র করে বিএনপির কোন ধরনের উস্কানিতে সায় না দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার দায়িত্বে আইন প্রয়োগকারী সংস্থা আছে। উদ্ভূত পরিস্থিতিতে কখন কি করতে হবে সেটা তারা দেখবে। ভরা কলসি নড়া দরকার নেই। শেখ হাসিনার উন্নয়ন অর্জনের শান্ত পরিবেশকে অহেতুক কেন আমরা অশান্ত করব। আমাদের মধ্যে কোন হতাশা নেই। বিএনপিকে নিয়ে আমাদের কোন অস্থিরতা নেই। বিএনপিকে নিয়ে বিচলিত হচ্ছেন কেন ? জনগণের ওপর শেখ হাসিনার আস্থা আছে। তিনি বলেন, খালেদা জিয়ার লক্ষ্য যেনতেনভাবে ক্ষমতা দখল করা। বিএনপি মানুষকে ভালবাসে না, তারা ভালবাসে ক্ষমতাকে। শেখ হাসিনার লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ করা। আর খালেদা জিয়ার লক্ষ্য যেনতেন প্রকারে ক্ষমতার মঞ্চ দখল। তাই বিএনপির উস্কানির ফাঁদে পা দিবেন না। আমরা শান্তি চাই। বিএনপি উন্মাদ হলে আমরা কেন হব। মাথা গরম করে কিছু করা যাবে না। যা যা প্রয়োজন মাথা ঠা-া রেখে করতে হবে। আমরা উস্কানি দেব না, তবে কেউ যদি উস্কানি দেয় তখন প্রয়োজন মতো ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করা হবে। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সাবধান করে দিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, এই মহানগরীর নির্বাচিত মেয়র হিসেবে বলতে চাই, ৮ তারিখকে কেন্দ্র করে আক্রমণ করা হলে তা সহ্য করা হবে না। যেমনভাবে দক্ষিণের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতার বাসা চিনি, তেমনিভাবে কোন বাসায় বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীরা থাকেন তাও জানি। তাই আক্রমণ করবেন না। আক্রমণ করলে সহ্য করা হবে না।
×