ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

পুলিশ, সেনাবাহিনী খালেদা জিয়ার অধীন হলে দেশ চলছে কিভাবে

প্রকাশিত: ০৫:২১, ৫ ফেব্রুয়ারি ২০১৮

পুলিশ, সেনাবাহিনী খালেদা জিয়ার অধীন হলে দেশ চলছে কিভাবে

সংসদ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালত কী রায় দেবেন, সেটা আদালতের ব্যাপার। তবে এই রায়কে কেন্দ্র করে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, হামলা-ভাংচুর করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে, এটাই স্বাভাবিক। অপর এক প্রশ্নের জবাবে তিনি হাস্যরস করে বলেন, প্রধানমন্ত্রীর পুলিশ-সেনাবাহিনী যদি খালেদা জিয়ার অধীনে হয়ে থাকে তবে দেশ চলছে কীভাবে? ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি পাল্টা এ প্রশ্ন ছুড়ে দেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা ইন্দিরার সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৩০ জানুয়ারি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ির বহরের সামনে থেকে অতর্কিত পুলিশের ওপর আক্রমণ চালানো হয়েছে। হামলা চালিয়ে পুলিশের দুটি রাইফেল ভেঙ্গে ফেলাসহ প্রিজনভ্যান ভাংচুর করা হয়েছে। পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। ভিডিও ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে, হামলাকারী সবাইকে আইনের মুখোমুখি করা হবে। হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফির সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে জাসদের নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশের আলেম সমাজের অত্যন্ত সম্মানীয় ব্যক্তি হচ্ছেন আল্লামা শাহ আহমদ শফি। সবাই তাকে শ্রদ্ধার সঙ্গে দেখেন। চট্টগ্রামে সরকারী কাজে গিয়েছিলাম। সেখানে গিয়ে অসুস্থতার খবর জানতে পেরেই তার সঙ্গে দেখা করতে যাই। এখানে অন্য কিছু নেই। বঙ্গবন্ধুর পলাতক দুই খুনীর ১৯ একর জমি বাজেয়াফত ॥ সরকার দলীয় সংসদ সদস্য মোঃ আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনী লে. কর্নেল (অব) খন্দকার আবদুর রশীদের মালিকানাধীন ১৬ দশমিক ৯৪ একর এবং আরেক পলাতক খুনী রাশেদ চৌধুরীর সোয়া এক একর মিলিয়ে মোট ১৯ একর ভূমি বাজেয়াফত করে খাত খতিয়ানভুক্ত করা হয়েছে। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া ॥ সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ দমন এবং দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের সীমান্ত এলাকায় শাহপরীর দ্বীপ হতে ২৭১ কিলোমিটার রিং রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
×