ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ বছরই নতুন শহীদ মিনার পাচ্ছেন যশোরবাসী

প্রকাশিত: ০৪:৪২, ৫ ফেব্রুয়ারি ২০১৮

এ বছরই নতুন শহীদ মিনার পাচ্ছেন যশোরবাসী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এ বছরই নতুন কেন্দ্রীয় শহীদ মিনার পাচ্ছে যশোরবাসী। শহরের ফাতেমা হাসপাতাল মোড়ে মুক্তিযোদ্ধা সংসদের পুরনো ভবনের সামনে নির্মিত হচ্ছে নতুন এই কেন্দ্রীয় শহীদ মিনার। এ বছরই এই শহীদ মিনারের বেদিতে অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জেলাবাসী। কয়েকদিন বাদেই ফেব্রুয়ারি, ঐতিহাসিক ভাষা সংগ্রামের মাস। দেখতে দেখতে চলে আসবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর তাই একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য যশোর পৌরসভা নির্মাণ করছে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার। যশোর মুক্তিযোদ্ধা সংসদের পুরনো ভবনের পাশে পৌরসভার অর্থায়নে শহরবাসীর জন্য নির্মাণ করা হচ্ছে এই শহীদ মিনার। ইতোমধ্যে মূল বেদির ওপর মাথা তুলে দাঁড়িয়েছে পাঁচটি মিনার। জোর কদমে এগিয়ে চলছে শহীদ মিনার মঞ্চের মেঝের কাজ। জানা গেছে, মূল বেদি থেকে ৮টি সিঁড়ির স্তর নেমে আসবে শহীদ মিনার প্রাঙ্গণে। সুদৃশ্য টাইলস বসানো থাকবে প্রাঙ্গণ জুড়ে। শহীদ মিনার কম্পাউন্ডে ওয়াটার বেড থেকে বইবে ৫টি মনোরম ঝর্ণা। গার্ডেন বেডে রোপণ করা হবে রকমারি সব বাহারি গাছ। শহীর মিনার আঙিনার বিভিন্ন স্থাপনার গায়ে টেরাকোটা করা হবে। টেরাকোটার মাধ্যমে বাংলা বর্ণমালার পাশাপাশি লেখা হবে একুশের চেতনা নিয়ে বিভিন্ন কথামালা। সাতা শ’ শতক জমির ত্রিকোন আঙিনার উপর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে গড়ে তোলা হচ্ছে এই শহীদ মিনার। আপাতত মূল বেদিসহ মিনার নির্মাণের কাজে ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী পুরো কাজ সম্পন্ন করার ব্যয় নির্ধারণ চলছে বলে জানিয়েছে যশোর পৌরসভার প্রকৌশল বিভাগ।
×