ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২ বাস-ট্রাক টার্মিনাল তৈরির উদ্যোগ

প্রকাশিত: ০৪:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামে ২ বাস-ট্রাক টার্মিনাল তৈরির  উদ্যোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীতে দুটি বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। চসিক সূত্রে জানা গেছে, মেয়র আ জ ম নাছির উদ্দিন ইতোমধ্যে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। নগরীর মাস্টারপ্ল্যান অনুযায়ী নগরীর অক্সিজেন এলাকায় কুলগাঁও এবং টোলরোড এলাকায় এ দুটি বাস-ট্রাক টার্মিনাল নির্মিত হবে। চসিকের পক্ষ থেকে ইতোমধ্যেই ৮ দশমিক ১০ একর জমি ক্রয় করা হয়েছে। ২৫ হাজার বর্গমিটারের ড্রেনেজ ইয়ার্ড নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিপিপি প্রেরণ করা হয়েছে। দুটি বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য প্রাক্কলিত ধরা হয়েছে ১২৩০ কোটি ৭৩ লাখ টাকা। চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন রবিবার সাংবাদিকদের জানিয়েছেন, নগরীকে নির্দিষ্ট বাস-ট্রাক টার্মিনাল না থাকায় বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। এখানকার বন্দরে প্রতিদিন গড়ে ৪ হাজার ছোট বড় ট্রাক, কাভার্ডভ্যান, লরিসহ বিভিন্ন ধরনের ভারি যানবাহন চলাচল করে থাকে। সুনির্দিষ্ট টার্মিনাল না থাকায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। মানুষের জন্য বাড়ছে দুর্ভোগ। তিনি জানান, সিটি মেয়র এ ব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। মন্ত্রণালয়ে ডিপিপি পেশ করেছে চসিক। এই বাস-ট্রাক টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরনগরীর যানজট সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে তিনি জানান।
×