ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মূল্যবোধের অবক্ষয় রোধ করাই এখন বড় চ্যালেঞ্জ ॥ ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

মূল্যবোধের অবক্ষয়  রোধ করাই এখন বড় চ্যালেঞ্জ ॥ ইউজিসি চেয়ারম্যান

চবি সংবাদদাতা ॥ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার। প্রকৃত ইতিহাস আনাদের জানতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ-রাষ্ট্র বিনির্মাণে মেধাবী তরুণদের দায়িত্ব গ্রহণ করতে হবে। আমাদের অনেক অর্জন রয়েছে। এক সময় আমরা ৭ কোটি মানুষের অন্ন যোগাড় করতে হিমশিম খেতাম, আর এখন আমরা ১৬ কোটি মানুষের খাবার জোগাই। তবে আমাদের সামনে এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যবোধের অবক্ষয় রোধ করা। রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সমন্বিত নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মান্নান।তিনি আরও বলেন, মাদকের থাবায় অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে গেছে। তরুণদের জঙ্গীবাদ সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে তাই সর্বদা সোচ্চার থাকতে হবে। সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
×