ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাশ আনতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮

লাশ আনতে গিয়ে  বড় ভাইয়ের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৪ ফেব্রুয়ারি ॥ জয়পুরহাট সদর উপজেলার ধারকি গ্রামের মন্ডলপাড়ার ফেরদৌস আলী (৪০) ভাগ্যান্বেষণে মালয়েশিয়া গিয়েছিল। কিন্তু সেখানে সড়ক দুর্ঘটনায় অকালে ঝরলো তার প্রাণ। ভাইকে হারিয়ে দিশেহারা বড় ভাই দেলোয়ার হোসেন (৪৬) ছোট ভাইয়ের লাশ আনার জন্য ঢাকায় গিয়েছিল। কিন্তু মানসিক চাপে বিপর্যস্ত হয়ে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। দুই পুত্রকে হারিয়ে অসহায় তাদের মা পেয়ারা বেগম এবং পিতা লুতফর রহমান এখন নির্বাক, অসহায়। এ সংবাদে ওই পরিবারে চলছে শোকের মাতম। পারিবারিক সূত্র জানায় ১১ মাস আগে লুতফর রহমানের ছোট ছেলে ফেরদৌস মালয়েশিয়া পাড়ি জমায়। সেখানে গত ২৯ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় মারা যায় সে। এ সংবাদ পেয়ে তার বড় ভাই দেলোয়ার হোসেন স্বজনদের নিয়ে ঢাকায় যায় ছোট ভাইয়ের লাশ আনতে। সেখানে গত শুক্রবার লাশ বহনের জন্য এ্যাম্বুলেন্স ঠিক করে ঢাকায় ছেলের কাছে ফেরার পথে হৃদরোগে আক্রাক্ত হন। দ্রুত তাকে মিরপুরের আল হেলাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার রাতে সে মারা যায়। ধারকি গ্রামে ২ ভাইয়ের মৃত্যু সংবাদ পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। দুই পুত্রের জনক লুতফর রহমান হতবিহ্বল ও শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন। শনিবার ছোট ভাইয়ের দাফন হওয়ার পর রবিবার বিকেলে বড় ভাইয়ের দাফন সম্পন্ন হয়। জানা যায়, নিহত ছোট ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে এবং বড় ভাই দেলোয়ারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ভাই দেলোয়ারের ছেলে মিজানুর রহমান ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির ৪র্থ বর্ষের ছাত্র। স্বামীদের হারিয়ে তাদের স্ত্রীরা বারবার মুর্চ্ছা যাচ্ছে।
×