ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় ভিক্ষুকদের পুনর্বাসন

প্রকাশিত: ০৪:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০১৮

 খুলনায় ভিক্ষুকদের পুনর্বাসন

স্টাফ রিপোটার, খুলনা অফিস ॥ রবিবার দুপুরে খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে খুলনা ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন সংস্থার আয়োজনে ভিক্ষুকদের মাঝে উপকরণ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ভিক্ষাবৃত্তি কোন সম্মানজনক পেশা নয়। ভিক্ষাবৃত্তি ছাড়ার জন্য দৃঢ় মনোবলই যথেষ্ট। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক আমিন উল আহসান, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীরসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুনর্বাসন কার্যক্রমে রবিবার খুলনায় ১৩ ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়।
×