ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেসিসির কাউন্সিলর কারাগারে

প্রকাশিত: ০৪:৩৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

কেসিসির কাউন্সিলর কারাগারে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ একটি হত্যা মামলায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মওলা শানুকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। তিনি রবিবার বেলা ১১টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাউন্সিলর শানু নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার খলিলুর রহমানের ছেলে এবং বসুপাড়া বাঁশতলা মোড়ে রেজওয়ান হোসেন সুমন হত্যা মামলার আসামি। উল্লেখ্য, ২০১৩ সালের ৬ নবেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেজওয়ান হোসেন সুমন তার দুই বন্ধু ইমদাদুল হক মিলন ও সোহাগ সরদারকে নিয়ে মোটরসাইকেলে করে বসুপাড়া বাঁশতলা মোড় দিয়ে যাচ্ছিল। এ সময় পূর্বশত্রুতার জেরে ১৫-১৬ জন তাদের ওপর আক্রমণ করে। কুপিয়ে আহত করে। তাদের মারাত্মক আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুমন মারা যায়। এ ঘটনায় নিহত সুমনের মা রাজিয়া আক্তার ডলি বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-৯ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
×