ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা ॥ ১১ সেনা নিহত

প্রকাশিত: ০৪:২৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তানে ফের  আত্মঘাতী হামলা ॥  ১১ সেনা নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি ঘাঁটির কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ সৈন্য নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সোয়াত উপত্যকার এ ঘটনায় আরও ১৩ সৈন্য আহত হয়েছেন বলে পাকিস্তানী কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহত সৈন্যদের মধ্যে এক কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে ডন নিউজ। তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। এবিসি নিউজ। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সেনা ঘাঁটিটির ‘স্পোর্টস এরিয়ায় আত্মঘাতী হামলাটি’ চালানো হয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘ওই সন্ধ্যায় সামরিক ঘাঁটির বাইরে ভলিবল খেলছিল সৈন্যরা, এ সময় এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।’ খেলাটি বেসামরিক লোকজনও দেখছিল এবং সেখানে অনেক লোক থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। আহতদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিটিপি বা পাকিস্তান তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি বলেছেন, ‘খোদার ইচ্ছায় তেহরিক-ই তালেবান প্রতিশোধমূলক হামলা চালানো শুরু করেছে। অপেক্ষা কর, আরও হামলা আসছে।’ পাকিস্তানের সামরিক বাহিনী জঙ্গীদের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে সোয়াত উপত্যকাটি টিটিপির আংশিক নিয়ন্ত্রণে ছিল। ২০০৯ সালে তাদের এলাকা ছাড়া করে পাকিস্তান সেনাবাহিনী। তারপরম থেকে ওই এলাকাটিতে হামলার ঘটনা অনেক কমে এসেছিল।
×