ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলে সরকারী বাহিনী-বিদ্রোহী তীব্র লড়াই

সিরিয়ায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটকে হত্যা

প্রকাশিত: ০৪:২২, ৫ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত,  পাইলটকে হত্যা

সিরিয়ার বিদ্রোহীরা শনিবার রাশিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে পাইলটকে হত্যা করেছে। পাইলট বিমানটি থেকে বের হয়ে প্যারাসুটের মাধ্যমে মাটিতে নেমে আসার পর তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিদ্রোহীরা। সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে এসব ঘটনা ঘটেছে। খবর এএফপির। ইদলিব প্রদেশের যে এলাকায় রাশিয়ার এসইউ-২৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে সেখানে রাশিয়া ও ইরানের সমর্থনপুষ্ট সিরীয় সরকারী বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে। পাশাপাশি সেখানে বিমান হামলাও অব্যাহত রয়েছে। বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে, ইদলিব প্রদেশের সারাকেব শহরের নিকটবর্তী ছোট শহর খান আল সুবলের ওপরে থাকাকাল রাশিয়ার বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এর কাছ দিয়ে যাওয়া প্রধান মহাসড়ক ধরে সিরিয়ার সেনাবাহিনী ও ইরান সমর্থিত মিলিশিয়ারা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। সূত্রটি আরও জানায়, রাশিয়ার পাইলট বিমানটি থেকে বের হতে পারলেও তাকে ধরার চেষ্টারত বিদ্রোহীরা তাকে হত্যা করে। হায়াত তাহ্রির আল-শাম (এইচটিসি) রাশিয়ার বিমানটিকে গুলি করে নামানোর দায় স্বীকার করেছে। কাঁধ থেকে ছোড়া যায় এমন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের এক যোদ্ধা রুশ বিমানটিকে ভূপাতিত করেছে বলে দাবি গোষ্ঠিীটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এইচটিসি গোষ্ঠীটির জ্যেষ্ঠ কমান্ডার মাহমুদ তুর্কোমানি বলেছেন, আমাদের লোকজনের জন্য প্রতিশোধ নিতে যা করতে পারি তার সর্বশেষ নজির এটি।
×