ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিস্ফোরক আইনে নাসিকের দুই কাউন্সিলরসহ বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:১৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

বিস্ফোরক আইনে নাসিকের দুই কাউন্সিলরসহ  বিএনপির ১৫০ নেতাকর্মীর  বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপি সমর্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলরসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার আসামিরা হলো- নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন, বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের দুইপুত্র ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল ও গোলাম মোহাম্মদ সানবির, যুবদল নেতা মোক্তার, মোক্তার হোসেন মুক্তুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল প্রধান, সোহেল, মনিরুজ্জামান মনির, থানা বিএনপি নেতা বাবুল প্রধান ও রওশনসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জন। গত শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। রবিবার বিকেলে মামলার ঘটনাটি জানাজানি হয়। এ মামলায় শনিবার রাতে বাবুল প্রধানকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বিকেল সাড়ে পাঁচটায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা আগামী ৮ তারিখ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ধনু মার্কেটের সামনে একটি লেগুনা গাড়ি ভাংচুর করে। তারা লাঠিসোটা নিয়ে খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে সেøাগান দেয়। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ইটের আঘাতে হানিফ নামে এক পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের নিবৃত করতে ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এবং তাদের হাতে থাকা একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগ থেকে পাঁচটি লাল স্কচটেপ মোড়ানো ককটেল বোমা উদ্ধার করা হয় বলে উল্লেখ করা হয় মামলায়। মামলার বিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, আমাদের দমন-পীড়নের জন্যই এ মিথ্যা মামলা দায়ের করেছে। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর ইকবাল হোসেন ও গোলাম মোহাম্মদ সাদরিলসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় বাবুল প্রধানকে গ্রেফতার করা হয়েছে।
×