ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিরে এলো চ্যাটিং এ্যাপ টেলিগ্রাম

প্রকাশিত: ০৩:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

ফিরে এলো চ্যাটিং এ্যাপ টেলিগ্রাম

আইওএস এ্যাপ স্টোরে ফেরানো হয়েছে চ্যাটিং এ্যাপ টেলিগ্রাম। এ্যাপে অনুপযুক্ত কনটেন্ট থাকার দাবি করে এ্যাপটি সরিয়ে দিয়েছিল এ্যাপল। সম্প্রতি এ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ‘টেলিগ্রাম এক্স’ নামে নতুন আরেকটি এ্যাপ এনেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এ্যাপ স্টোরেও বর্তমানে পরীক্ষা চলছে টেলিগ্রাম এক্স-এর। কিন্তু গত বুধবার এ্যাপ স্টোর থেকে দুটো এ্যাপই সরিয়ে দেয়া হয়। টেলিগ্রাম প্রধান পাভেল দুরভ বলেন, ‘এ্যাপলের পক্ষ থেকে আমাদের সতর্ক করা হয়েছে যে, গ্রাহকের কাছে অনুপযুক্ত কনটেন্ট দেয়া হয়েছে এবং এ্যাপ স্টোর থেকে দুটো এ্যাপই সরিয়ে নেয়া হয়েছে। যখন বিষয়গুলো সমাধান করা হবে আমরা ধারণা করছি এটি এ্যাপ স্টোরে ফিরে আসবে। সমস্যা সমাধান করে ইতোমধ্যেই এ্যাপ স্টোরে ফিরিয়ে আনা হয়েছে এ্যাপ দুটো। দুরভ বলেন, এ্যাপ স্টারে ফিরেছে টেলিগ্রাম। প্রতিদিন গড়ে পাঁচ লাখের বেশি গ্রাহক এ্যান্ড্রয়েড ডিভাইসে টেলিগ্রাম ডাউনলোড করেন আর আইওএস ডিভাইসে আরও এক লাখ ডাউনলোড হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×