ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম অপরিবর্তিত

প্রকাশিত: ০৩:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম অপরিবর্তিত

সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে বিশ্ববাজারে সার্বিকভাবে খাদ্যপণ্যের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। আলোচ্য মাসে বিশ্ব খাদ্য মূল্যের গড় সূচক অবস্থান করছে ১৬৯ দশমিক ৫ পয়েন্টে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবে ডিসেম্বর মাসের তুলনায় কমেছে ৩ শতাংশ কমেছে। এফএও বলছে, আলোচ্য বিশ্ববাজারে সময়ে দুধ ও দুগ্ধজাত পণ্য, ভোজ্য তেল ও চিনির দাম কমার প্রভাবেই সার্বিক খাদ্য মূল্যসূচক কমেছে। বিশ্বব্যাপী ৫ ধরনের পণ্যের দাম নিয়ে জরিপ চালায় এএফও। সংস্থাটি সর্বশেষ প্রতিবেদনে বলছে, আলোচ্য মাসে দুগ্ধজাত পণ্যের দাম ডিসেম্বরের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ (৪ দশমিক ৫ পয়েন্ট) কমেছে। তবে ২০১৬ সালের এপ্রিল মাসের তুলনায় ৪১ শতাংশ বেশি রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য মাসে চিনির মূল্যসূচক কমেছে। নবেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে এই পণ্যটির মূল্যসূচক ৮ দশমিক ৬ পয়ন্টে বা ৪ দশমিক ১ শতাংশ কমেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×