ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবির বইঘর এ্যাপ চালু

প্রকাশিত: ০৩:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮

রবির বইঘর এ্যাপ চালু

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুঠোফোন সেবাদাতা কোম্পানি রবি চালু করেছে ‘বইঘর’ এ্যাপ। রবিবারে এই এ্যাপটির মাধ্যমে বিশেষ কুইজ ক্যাম্পেন করবে রবি। বইঘর এ্যাপটি ডাউনলোড ও সাবস্ক্রিপশন করে পুরো মাস কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। গ্রাহকরা প্রতিদিন বিনামূল্যে দুটি বই ডাউনলোডের মাধ্যমে সেবাটি গ্রহণ করতে পারবেন। এজন্য খরচ পড়বে দৈনিক ১ টাকা ২২ পয়সা ও সপ্তাহে ৮ টাকা ৫২ পয়সা। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রতিযোগীরা দুই পয়েন্ট করে পাবেন। ভুল উত্তরের জন্য কোন পয়েন্ট কাটা হবে না। পাঁচ হাজার পয়েন্ট অর্জনকারী ব্যক্তি প্রথম মেগা উইনার হিসেবে নির্বাচিত হবেন। পুরস্কার হিসেবে তিনি পাবেন ‘স্যামসাং গ্যালাক্সি ট্যাব-ই’। একইভাবে একই পয়েন্ট অর্জনকারী দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিজয়ীরা প্রত্যেকে পাবেন একটি করে ‘স্যামসাং গ্যালাক্সি ট্যাব থ্রি’। গ্রাহকরা খুব সহজেই বই পড়ার সুযোগ পাবেন ই-বুকের সর্ববৃহৎ লাইব্রেরি ‘বইঘর’-এ। স্টাইলিশ ডিজাইনের দিকে কম গুরুত্ব দিয়ে মানের দিকেই মূল লক্ষ্য রেখে সাজানো বাংলা ই-বুক লাইব্রেরি ‘বইঘর’। স্মার্ট এ্যানড্রয়েড ডিভাইস- স্মার্ট ফোন, ট্যাব এবং নোটের মাধ্যমে রবি গ্রাহকরা পছন্দমতো বই পড়ার সুযোগ পাবেন।
×