ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাণিজ্যিকভাবে দেশে ফুল চাষ বাড়ছে

প্রকাশিত: ০৩:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০১৮

বাণিজ্যিকভাবে দেশে ফুল চাষ বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় বাণিজ্যিকভাবে জারভেরা ও গ্লাডিউলাস ফুল চাষ করে সফলতার মুখ দেখছেন অনেক কৃষক। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে মাগুরা থেকে ঢাকায় ফুল পাঠানো হচ্ছে । জানাগেছে , বাণিজ্যিকভাবে জারভেরা ও গ্লাডিউলাস ফুল চাষ হয়েছে । মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে পাঁচ একর জমিতে গড়ে উঠেছে বাণিজ্যিক ফুলের বাগান। তার মধ্যে দুই একর জুড়ে রয়েছে জারভেরা ফুল। এই ফুল বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় অন্য চাষীরা এটির প্রতি আগ্রহী হয়ে উঠছেন। ফুল চাষের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, জারভেরা ফুলের দুই একর জমি থেকে প্রতি বছর তিন লক্ষাধিক টাকার জারভেরা ফুল বিক্রি করা সম্ভব। যেখানে লাভ থাকবে দেড় লক্ষাধিক টাকা। এটি সহজ ও অধিক লাভজনক চাষ হওয়ায় এবং সর্বত্র চাহিদা থাকায় দিনে দিনে অন্যরা এটিতে আগ্রহী হয়ে উঠছেন। মাগুরায় জারভেরা ও গ্লাডিউলাস ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। পূর্বে স্থানীয়ভাবে এটির চাষ না হওয়ায় অন্য জেলা থেকে সংগ্রহ করতে হতো। সেক্ষেত্রে দাম পড়তো অনেক বেশি। বর্তমানে জেলায় এটির চাষ হওয়ায় দাম অনেকটা কমে এসেছে। বাণিজ্যিক ভিত্তিতে আরও চাষ বাড়ানো গেলে এটি আরও সহজলভ্য হবে। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে মাগুরা থেকে ঢাকায় ফুল পাঠানো হচ্ছে । সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে । মাগুরায় ফুল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যে কারণে তারা কৃষকদের প্রতিনিয়ত এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
×