ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় পুলিশ সোর্সের ওপর হামলা চোখ উপড়ে ফেলার চেষ্টা

প্রকাশিত: ০৮:২৯, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ফতুল্লায় পুলিশ সোর্সের ওপর হামলা চোখ উপড়ে ফেলার চেষ্টা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে মাসুদ পারভেজ নামে পুলিশের এক সোর্সের ওপর হামলা চালিয়েছে মাদক বিক্রেতারা। এ সময় তার ডান চোখ উপড়ে ফেলার চেষ্টা করে তারা। এতে তার চোখটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন পুলিশ। শনিবার রাত ১১টায় কুতুবপুর শরীফবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পারভেজকে শহরের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নেয়ার পর সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এলাকাবাসী ও স্বজনরা জানান, পারভেজ ডিবি পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে। কয়েক মাস আগে পারভেজের দেয়া তথ্যে কুতুবপুরের চিহ্নিত মাদক বিক্রেতা রহমানের ভাই সজলকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে মাদক বিক্রেতা রহমান ও তার সহযোগীরা সোর্সের ওপর ক্ষিপ্ত ছিল। শুক্রবার পারভেজের কাছে তথ্য ছিল যে, আকন গলিতে বড় ধরনের মাদকের চালান আসছে। সংবাদটি জেলা ডিবি পুলিশকে দিয়ে শনিবার সকাল থেকে পারভেজ আকন গলিতে অবস্থান করছিল। রাত ৮ টার দিকে আকন গলিতে মাদক বিক্রেতা রহমানসহ ৭/৮ জন পারভেজকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এক পর্যায়ে পারভেজকে মাটিতে ফেলে তার ডান চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। মারাত্মক আহত পারভেজ ঘটনাস্থল থেকে দৌড়ে শরীফবাগ পঞ্চায়েত কমিটির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে রহমান ও তার সহযোগীরা। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়। রাতে কে বা কারা ধরে নিয়ে তাকে মারধর করে এবং তার ডান চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
×