ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৩১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ক্যাম্পাস সংবাদ

মাইলস্টোন কলেজ ফটোগ্রাফি ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো মৌলিক ফটোগ্রাফি বিষয়ক দিনব্যাপী ৭ম প্রশিক্ষণ কর্মশালা। মাইলস্টোন কলেজ ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.), উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, প্রশাসনিক পরিচালক মোঃ মাসুদ আলম এবং মাইলস্টোন কলেজ ফটোগ্রাফি ক্লাবের সমন্বয়ক সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম এবং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকÑশিক্ষিকাগণ। মৌলিক ফটোগ্রাফি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান ফটোগ্রাফার প্রিত রেজা। কলেজের প্রশাসনিক ভবনের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার শুরুতে খ্যাতিমান ফটোগ্রাফার প্রিত রেজাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে স্বাগত জানান মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মোঃ মাসুদ আলম। উপভোগ্য এই প্রশিক্ষণ কর্মশালায় মাইলস্টোন কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৩৫০’র অধিক সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পর্বে খ্যাতিমান ফটোগ্রাফার প্রিত রেজা নবীন ফটোগ্রাফারদের ক্যামেরার গঠন, গতি এবং একটি ভাল ছবি তোলার বিবিধ কৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন। মাস্টার্স ইন এন্টারপ্রাইজ ইকোনমিক্স প্রোগ্রাম চালু দেশে উদ্যোক্তা তৈরিকরণ, স্বাবলম্বী করে তোলা, মানুষের মধ্যকার কর্মোদ্যমকে জাগ্রত করার বিশেষ উদ্যোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ দেশে প্রথমবারের মত পূর্ণাঙ্গ মাস্টার্স ইন এন্টারপ্রাইজ ইকনোমিক্স প্রোগ্রাম চালু করা হয়েছে। ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে দেশের উন্নয়নে বৃহত্তর স্বার্থে উদ্যোক্তা গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আগ্রহীরা ঢাকা স্কুল অব ইকনোমিকস-এ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীর সাথে অনতিবিলম্বে যোগাযোগ করতে পারে। বস্তুত এ পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে এবং কর্মসংস্থানের অভাব ঘুচাতে পারে। এজন্যই মাস্টার্স ইন এন্টারপ্রাইজ ইকনোমিক্স প্রোগ্রামটি দেশী-বিদেশী চাহিদা মিটাতে সাহায্য করবে। ক্যাম্পাস প্রতিবেদক
×