ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবির কৃষি অনুষদ ॥ বিদেশী শিক্ষার্থীদের মিলনমেলা

প্রকাশিত: ০৬:৩০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

রাবির কৃষি অনুষদ ॥ বিদেশী শিক্ষার্থীদের মিলনমেলা

উচ্চশিক্ষায় যথাযথ সুযোগ সুবিধা পেলেই সাধারণত বিদেশ গমন করেন কোন দেশের শিক্ষার্থীরা। সেরকমই শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধার জন্য রাজশাহী বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদের প্রতি আগ্রহ বাড়াছে বিদেশী শিক্ষার্থীদের। অনুষদটির ৪ বিভাগেই ভর্তি হয়েছেন বিশে^র বিভিন্ন দেশের শিক্ষার্থী। গত কয়েক বছরের মতো এবছরও তার ব্যত্যয় ঘটেনি। অনুষদটিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য প্রায় ২৫ জন শিক্ষার্থী আবেদন করেন এই বছরেই। তাদের ২০ জন শিক্ষার্থীকে এই বিশ^বিদ্যালয়ের পড়ার সুযোগ দিতে মনোনীত করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে মনোনীত শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাঠানো হয়েছে। যা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশী এম্বাসিতে পাঠিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এবার বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের থেকে (এনওসি) প্রাপ্তির মাধ্যমে তার চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে পারবেন। জানা যায়, মোট ৩৬ জন শিক্ষার্থী এ বছর আবেদন করেন। সেখান থেকে ৩১ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। যাদের ২০ জনই কৃষি অনুষদের। এরই মধ্যে নেপাল থেকে আসা শিক্ষার্থী সান্নি কুমার দাস ভর্তি হয়েছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগে। দুই দিন হলো এসেছেন ক্যাম্পাসে। থাকছেন বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যাশন্যাল ডরমেটরিতে। কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে বলছিলেন, নাইস। অন্যদিকে দেশ থেকে আসা পুরাতন শিক্ষার্থীদের কাছ থেকেই শুনেছেন এই বিশ^বিদ্যালয়ের কথা- বলছিলেন তিনি। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগে প্রথম বর্ষে আবেদন করা মোট ১৭ শিক্ষার্থীর ১৩ জনই এই বিভাগে ভর্তি হওয়ার জন্য মনোনীত হয়েছেন। প্রাথমিক বাছাই শেষে তাদেরকে ভর্তির জন্য মনোনীত করা হয়। যা বিভাগের ইতিহাসে সর্বোচ্চ। বিভাগটিতে শিক্ষার্থীদের আগ্রহ সম্পর্কে জানতে চাইলে ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সভাপতি ড. এস এম কামরুজ্জামান বলেন, এই বিষয়ে পড়ালেখায় বিশে^র প্রতিটি স্থানেই সামাজিক ও অর্থনৈতিক দুই দিক দিয়েই প্রচুর চাহিদা আছে। অনুষদের প্রতি আগ্রহের বিষয়ে অনুষদ অধিকর্তা ড. মোঃ সাইফুল ইসলাম বলেন, কৃষিশিক্ষা মূলত একটি এপ্লাইড শিক্ষা। কৃষির গুরুত্ব সবখানেই আছে। এই একটা দিক যেমন তেমনিভাবে যারা ভর্তি হতে আসছেন তারা কোর্সলাইন দেখেছেন, শিক্ষার পরিবেশ দেখছেন, পড়ালেখার খরচও কম এরকম কয়েকটি দিক রয়েছে তাদের আগ্রহের জন্য। সালমান শাকিল
×