ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে রেকর্ড আইফোন বিক্রি

প্রকাশিত: ০৬:২৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে রেকর্ড আইফোন বিক্রি

২০১৭ সালের ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে রেকর্ড ২২.৩৯ মিলিয়ন আইফোন বিক্রি করেছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। এর ফলে বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার ৩৭ শতাংশ থেকে বেড়ে ৪৪ শতাংশ হয়েছে, এ্যাপলের জন্য বাজার দখলের নেয়ার এই হারটা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে। ওই বছর ৩ নবেম্বর বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত আইফোন এক্স বিক্রি হয়েছে ৮০ লাখ। আইফোন ৮ আর আইফোন ৮ প্লাস-এর তুলনায় আইফোন এক্স বিক্রির সংখ্যা দ্বিগুণ। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর মার্কেট প্লাস প্রোগ্রামের তথ্যমতে, ২০১৭ সালের ছুটির মৌসুমে মোট স্মার্টফোন বিক্রি হয়েছে ৫.১২ কোটি। এক বিবৃতিতে গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো এ্যাপল রেকর্ড ২.২০ কোটি আইফোন বিক্রি করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×