ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের চেয়ে বাংলাদেশের বাজেট প্রক্রিয়া স্বচ্ছ ॥ টিআইআই

প্রকাশিত: ০৬:২৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের চেয়ে বাংলাদেশের বাজেট প্রক্রিয়া স্বচ্ছ ॥ টিআইআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের বাজেটের চেয়ে বাংলাদেশের বাজেট প্রক্রিয়া স্বচ্ছ বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ভারত (টিআইআই)। বাংলাদেশের বাজেটের বিস্তারিত তথ্য যেভাবে জনগণকে প্রকাশ করা হয়, ভারতে তা তুলনামূলক কম করা হয়। তাই ভারতের চাইতে বাংলাদেশের বাজেট ব্যবস্থায় এর চেয়ে বেশি স্বচ্ছতা রয়েছে জানিয়েছে টিআইআই। ভারতের বাজেট ঘোষণা উপলক্ষে এ তথ্য প্রকাশ করেছে টিআইআই। প্রতিবেশী ভারতে রাষ্ট্রীয় বাজেট ঘোষণা করা হয় বৃহস্পতিবার। সূত্র এনডিটিভি। ভারতীয়দের মধ্যে বাজেটের ব্যাপক গুরুত্ব সত্ত্বেও সাধারণ জনগণের জন্য সবচেয়ে দুর্গম নথির মধ্যে একটি দেশটির বাজেট। টিআইআই মনে করে বাজেট প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদ-ের দিক দিয়ে নয়। ভারতীয় বাজেট প্রক্রিয়াকে কম স্বচ্ছ মানা হয় কারণ এর সবচেয়ে কম তথ্য জনগণকে সরবরাহ করা হয়। ২০১৭ সালের মুক্ত বাজেট জরিপে ভারতের অবস্থার ৪৮। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।
×