ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে অর্থনৈতিক জোন স্থাপন প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ০৬:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮

রাজশাহীতে অর্থনৈতিক জোন স্থাপন প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে প্রস্তাবিত ‘অর্থনৈতিক জোন’ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যেই জোনের জন্য জমির মালিকদের কাছে অধিগ্রহণের চিঠি দেয়া হয়েছে। এ অবস্থায় অধিগ্রহণমূল্য নিয়ে চরম শঙ্কার মধ্যে রয়েছেন জমির মালিকরা। অধিগ্রহণমূল্য নিয়ে মালিকদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগও দেখা দিয়েছে। তাদের দাবি, জমি অধিগ্রহণের জন্য তিনগুণ মূল্য পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ জমির মূল্যের দেড়গুণ পরিশোধের কথা বলেছেন। এতে চরম হতাশার মধ্যে পড়েছেন অন্তত দেড় শতাধিক জমির মালিক। চিঠি পাওয়ার পর থেকে চরম শঙ্কার মধ্যে পড়েছেন তারা। প্রয়োজনে এ নিয়ে আন্দোলনেও নামবেন বলে হুঁশিয়ারি করেছেন তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহীতে বাণিজ্যিক উন্নয়নের জন্য রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এর উন্নয়ন প্রকল্পের আওতায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। সে জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। অর্থনৈতিক জোনটি নগরীর উপকণ্ঠ জেলার পবার ললিতাহার, খড়খড়িসহ তিনটি মৌজার ২০৫ একর জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। তবে জমির মালিকদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে কোন জমি অধিগ্রহণ করা হলে সে জমির যে সরকারী মূল্য তার তিনগুণ পরিশোধ করা হবে। কিন্তু রাজশাহী বিসিক শিল্পনগরী-২ এর জমি অধিগ্রহণের জন্য ভূমি অধিগ্রহণ কর্তৃপক্ষ আগের নিয়মে অর্থাৎ দেড়গুণ অর্থ পরিশোধের কথা বলেছে। এতে জমির মালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেড়গুণ মূল্যে জমি অধিগ্রহণ করা হলে তারা চরম ক্ষতির মুখে পড়বেন বলে মনে করছেন। ললিতাহার মৌজায় জমির এক মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সেখানে তার এক বিঘা জমি আছে। বর্তমানে সেখানে শতক প্রতি সরকারী মূল্য এক লাখ ৩০ হাজার টাকা প্রায়। জমি অধিগ্রহণ করতে হলে শতক প্রতি তিন লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করার কথা। কিন্তু অধিগ্রহণের সঙ্গে সংশ্লিষ্টরা তাদের জানিয়েছেন দেড়গুণ টাকা দেয়া হবে। এ নিয়ে চরম ক্ষতির আশঙ্কা করছেন তিনি। তিনি বলেন, দেড়গুণ করে অধিগ্রহণ মূল্যে চরম লোকসানের মুখে পড়বে জমির মালিকরা। এতে করে জমির মালিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুধু তিনি একা নন, জমি অধিগ্রহণের চিঠি পাওয়ার পর থেকে অনেকে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। একই এলাকার জমির মালিক মাসুদ পারভেজ, মারুফ রেজা, রফিকুল ইসলাম, এরশাদ আলীসহ শতাধিক জমির মালিকের দাবি, তারা সরকারের উন্নয়নের পক্ষে। রাজশাহীতে অর্থনৈতিক জোন হোক এটাও চান। তবে জমির অধিগ্রহণ মূল্য নিয়ে চরম হতাশ। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি অধিগ্রহণের ক্ষেত্রে মালিকদের তিনগুণ হারে মূল্য নির্ধারণের কথা বলেছেন। তবে তারা জানতে পেরেছেন, তাদের অধিগ্রহণমূল্য দেড়গুণ পরিশোধ করা হবে। এ অবস্থায় তাদের পথে বসতে হবে বলে আশঙ্কা করছেন। মাসুদ পারভেজ নামের এক জমির মালিক জানান, ওই মৌজায় তার দেড় বিঘা জমি আছে। এ জমিটি তার একমাত্র সম্পদ। এর সঠিক দাম না পাওয়া গেলে পথে বসতে হবে। তার মতো জমির অন্য মালিকদের অভিযোগ, আগের নিয়মে জমি অধিগ্রহণ হলে জমির মালিকরা অনেক ক্ষতির মুখে পড়বে। বর্তমান সময়ে আগের নিয়মে অধিগ্রহণের টাকা নিয়ে পুনর্বাসন করা সম্ভব নয়। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলেন রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ জানান, রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পটি কতদূর এগিয়েছে তার পরিপূর্ণ খোঁজ জানা নেই। বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।
×