ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যমুনা সারকারখানা অনিরাপদ শাটডাউন

মধ্যরাতে আকস্মিক গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশিত: ০৬:২৪, ৪ ফেব্রুয়ারি ২০১৮

মধ্যরাতে আকস্মিক গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী বিসিআইসির শিল্প প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দির যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় বুধবার রাত ১২টার দিকে ‘অনিরাপদ শাটডাউন’ হয়ে সারকারাখানা বন্ধ হয়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ আকস্মিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় কারখানা ‘সেফটি শাটডাউন’ করা সম্ভব হয়নি। তবে এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে কারখানা রক্ষা পেয়েছে বলেও তারা জানিয়েছেন। অপরদিকে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আকস্মিক গ্যাস সরবরাহ বন্ধ করে যমুনা সারকারখানা বন্ধ করে দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কারখানা চালু না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার আভাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে যমুনা সারকারখানায় খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন- পেট্রোবাংলা সোমবার (২৯ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালককে দেয়া এক পত্রে চলতি সেচ মৌসুমে বিদ্যুতখাতে গ্যাস সরবরাহ বৃদ্ধির এবং গ্যাস সঙ্কট মোকাবেলার লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। ওই পত্রের আলোকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালককে পত্র দিয়ে যমুনা সারকারখানা বন্ধ রাখার অনুরোধ জানায়। পত্র দিয়েই তারা ক্ষান্ত হয়নি। পরের দিন বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যমুনা সারকারখানা কর্তৃপক্ষকে কারখানা বন্ধ করার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ঢাকায় বিসিআইসির সদর দফতরে বিষয়টি জরুরীভাবে অবহিত করে কারখানা বন্ধ করবে কিনা তার অনুমতি চান। বিসিআইসি থেকে বলা হয় কারখানা চালু রাখতে বন্ধ না করতে। এক্ষেত্রে বিসিআইসি জানতে পারে যে, পেট্রোবাংলা সংশ্লিষ্ট শিল্পমন্ত্রণালয়কেও না জানিয়ে তারা সরাসরি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে পত্র দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় বুধবার রাত ১২টার দিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আকস্মিক যমুনা সারকারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
×