ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিএসই-সিএমজেএফ ক্যাপিটাল মার্কেট বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড পেলেন তিন রিপোর্টার

প্রকাশিত: ০৬:২২, ৪ ফেব্রুয়ারি ২০১৮

সিএসই-সিএমজেএফ ক্যাপিটাল মার্কেট বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড পেলেন তিন রিপোর্টার

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার বিষয়ক রিপোর্টিংয়ে পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক। এরা হলেন- প্রিন্ট মিডিয়ায় দৈনিক শেয়ার বিজের স্টাফ রিপোর্টার নিয়াজ মাহমুদ, ইলেক্ট্রনিক মিডিয়ায় বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ এবং অনলাইন ক্যাটাগরিতে বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম। শেয়ারবাজারের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রথম বারের মতো যৌথভাবে এ পুরস্কার দিয়েছে। পুরস্কারের নাম : সিএসই-সিএমজেএফ ক্যাপিটাল মার্কেট বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড ২০১৮। শনিবার চট্টগ্রামে সিএসইর শেয়ারবাজার মেলার সমাপনী দিনে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, ক্রেস্ট এবং নগদ অর্থ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, বিএসইসির কমিশনার মোঃ হেলাল উদ্দিন নিজামী, মোঃ আমজাদ হোসেন, ড. স্বপন কুমার বালা ও খোন্দকার কামালুজ্জামান, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এবং সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল। ক্রিডেন্স শরিয়াহ ফান্ডের আবেদন আজ শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ আজ রবিবার থেকে হচ্ছে ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন। পুঁজিবাজারের এই ফান্ডটি একটি শরিয়াহভিত্তিক অসীম ও বেমেয়াদী মিউচুয়াল ফান্ড যার প্রাথমিক আকার ১০ কোটি টাকা। ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য ধরা হয়েছে ১০ টাকা। এই ফান্ডটি শরিয়াহ আইন অনুযায়ী পরিচালিত হবে। শরিয়াহ প্রতিপালন নিশ্চিত করতে একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হয়েছে যা শরিয়াহ আইনভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনার প্রতিপালন নিশ্চিত করতে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপকের সঙ্গে কাজ করবে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ক্রিডেন্স এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
×