ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উল্কি মানবী

প্রকাশিত: ০৬:১০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

উল্কি মানবী

রেকর্ড বইয়ে নাম লেখানো মানুষের স্বভাবজাত। ফের এ কথার যথার্থতা প্রমাণ করলেন মার্কিন নাগরিক শার্লট গুটেনবার্গ। এবার শরীরের ৯৮ দশমিক ৭৫ শতাংশ জুড়ে ট্যাটু এঁকে বিশ্বের সর্বোচ্চ ট্যাটু মানবীর তকমা পেলেন ৬৯ বছর বয়সী এ নারী। এ কাজের জন্য গিনেস বুক কর্তৃপক্ষ তাকে বিশ্বের সেরা উল্কি মানবী হিসেবেও আখ্যা দিয়েছে। চোখ ও হাতের সামান্য অংশ ছাড়া শরীরের সব জায়গায় ট্যাটু এঁকেছেন শার্লট গুটেনবার্গ। তার শরীরে আঁকা ট্যাটুর মধ্যে বৈচিত্র রয়েছে। কোথাও ফুল, পাখি আবার প্রাণী আকৃতির ট্যাটু এঁকেছেন তিনি। গিনেস বুকে নাম ওঠার খবরে হাসিমুখে শার্লট বলেন, আমি আমার পুরো শরীর ট্যাটু দিয়ে আবৃত করতে চেয়েছিলাম। কারণ শরীরে ট্যাটু আঁকা আমার শখ। তিনি বলেন, শুধু আমি নই আমার স্বামীও শরীরে ট্যাটু এঁকেছেন। শুধু এবার নয়, এর আগে ২০১৫ সালে শরীরে ট্যাটু এঁকে আলোচনায় আসেন শার্লট গুটেনবার্গ। সেবার শরীরের ৯১ দশমিক ৫ শতাংশ জুড়ে ট্যাটু আঁকেন তিনি।- দ্য গার্ডিয়ান অবলম্বনে।
×