ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর তৈরির সময় শিক্ষক হাতেনাতে আটক, কারাদণ্ড

প্রকাশিত: ০৬:০৯, ৪ ফেব্রুয়ারি ২০১৮

নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর তৈরির সময় শিক্ষক হাতেনাতে আটক, কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ ফেব্রুয়ারি ॥ চলতি এসএসসি পরীক্ষায় নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর তৈরি ও সরবরাহের প্রস্তুতিকালে কুষ্টিয়া জিলা স্কুলের এক সহকারী শিক্ষককে হাতেনাতে আটক এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। দ-প্রাপ্ত ওই শিক্ষকের নাম শামসুর রহমান। তিনি জিলা স্কুলের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি শরীফ উল্লাহ জানান, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে সকাল সোয়া ১০টার দিকে তিনি জিলা স্কুলে পরীক্ষার হল পরিদর্শনে যান। এ সময় তিনি পরীক্ষা হলের একটি কক্ষে নৈর্ব্যক্তিক প্রশ্নের ২১টি উত্তর তৈরিরত অবস্থায় শিক্ষক শামসুর রহমানকে হাতেনাতে আটক করেন। পরে তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী এবং ওই কক্ষে দায়িত্বরত অপর দুই শিক্ষকের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে স্কুল চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক শামসুর রহমানকে সাত দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। কারাদ- প্রদানের পর পরই দ-প্রাপ্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। দ-প্রাপ্ত স্কুলের শিক্ষক শামসুর রহমান জিলা স্কুলের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি খুলনায়। কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান জানান, দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। সুপারসহ ৩ শিক্ষককে অব্যাহতি ॥ নিজস্ব সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে হল সুপারসহ তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন- হল সুপার শফিকুল ইসলাম, কক্ষ পরিদর্শক শাহানা সুলতানা ও মোঃ আমিনুল ইসলাম। শনিবার সকালে কেন্দ্রের ভেন্যু পরিদর্শন করতে গিয়ে এ অব্যাহতি দেন ইউএনও আবদুল্লাহ আল মামুন। সংশ্লিষ্ট সূত্র জানায়, হোসেনপুর পাইলট বালিকা কেন্দ্রের আওতায় হোসেনপুর সরকারী ডিগ্রী কলেজ ভেন্যুতে এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। ইউএনও আবদুল্লাহ আল মামুন হঠাৎ করে ভেন্যু পরিদর্শন করতে গিয়ে হল সুপার শফিকুলের কাছে এ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখতে পান। এছাড়া শিক্ষক শাহানা ও আমিনুল দায়িত্ব পালনে অবহেলা করেন। পরে তিনি তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
×