ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানুষ সুখের দিনে ফিরে যেতে চায় ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৮

মানুষ সুখের দিনে ফিরে যেতে চায় ॥ এরশাদ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও/ সংবাদদাতা, পীরগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ॥ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বিএনপির জনপ্রিয়তা নেই। জাতীয় পার্টির শাসনামলে মানুষ সুখে-শান্তিতে ছিল। মানুষ আবার সুখের দিনে ফিরে যেতে চায়। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের প্রতি মানুষের যথেষ্ট ভালবাসা আছে। আমাদের আমলে দেশে নজিরবিহীন উন্নয়ন হয়েছে। শনিবার বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান দেশে গণতন্ত্র নেই। খুন, গুম, ধর্ষণসহ বড় বড় অপরাধ বেড়েছে। আমাদের আমলে এসব কিছুই ছিলনা। দেশের তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশকে সোনালি যুগ বলা হত। আমরা বলেছি প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি সরকার গঠন করবে। তিনি আরও বলেন, আমি ক্ষমতা ছেড়ে দেয়ার পর আমার ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছিল। পবিত্র রমজান মাসে রাতে কারাগারে সেহরি ও ইফতার খেতে পাইনি। এরশাদ আরও বলেন, আজ দেশের মানুষের কোন স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই, সুশাসন নেই, শান্তিতে ঘুমাতে পারে না। মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সেদিকে কারও খেয়াল নেই। দুই নেত্রী ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ করছে। তারা মানুষের কথা ভাবে না। তাই সময় এসেছে দেশের মানুষকে মুক্ত করার। জাতীয় পার্টি মানুষের সুখ ও সুশাসন ফিরিয়ে আনতে চায়। এজন্য জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, জাতীয় পার্টির আমলে দেশে সুশাসন ছিল, সুখ ছিল, শান্তি ছিল। আমরা এবার দেখাতে চাই পরিবর্তন কাকে বলে। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জনপ্রিয় নেতা হাফিজ উদ্দিন আহম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, এলজিআরডি প্রতিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সংসদ সদস্য শওকত চৌধুরী প্রমুখ। দিনাজপুরে পথসভায় এরশাদ ॥ স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, আওয়ামী লীগ-বিএনপি জোট সরকার ১৪ বছর দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাই আগামী নির্বাচনে প্রার্থী যেই হোক ভোট দিন লাঙ্গলে। শনিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সরণীতে এক পথসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের চাকরি নিতে ১৬ লাখ, পিয়নের চাকরি নিতে ১০ লাখ আর মাস্টারি চাকরি নিতে ২৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। বিএনপি-জামায়াত জোট ও আওয়ামী লীগ ১৪ বছর সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই আগামী নির্বাচনে প্রার্থী যেই হোক লাঙ্গলে ভোট দিয়ে জনগণের ভাগ্য উন্নয়ন নিশ্চিত করুন। তার ৯ বছরের শাসনামলকে সফল ও গ্রহণযোগ্য উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বলে কিছু নেই। উপজেলা সভাপতি হাসান মোঃ নিজামুদ্দৌলা মতির সভাপতিত্বে পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপার মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, জেলা জাপার সাধারন সম্পাদক আহম্মেদ শফি রুবেল, উপজেলা সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, পৌর শাখার আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন ও জাতীয় যুব সংহতি নেতা মাহাবুব হোসেন, জাতীয় ছাত্র সমাজ নেতা নেহাল হোসেন লায়ন। সভা পরিচালনা করেন নাজমুল ইসলাম মিলন।
×