ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা নারীদের নিরাপত্তা দিতে বিশ্ব ব্যর্থ

প্রকাশিত: ০৬:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা নারীদের নিরাপত্তা দিতে বিশ্ব ব্যর্থ

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা নারীদের নিরাপত্তা দিতে বিশ্ব ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক ফুমজিলে স্লামবো-নুছকা। তিনি আরও বলেছেন, রোহিঙ্গা নারীদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা জরুরী। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে পাঁচদিন সফর শেষে শনিবার এক সংবাদ সম্মেলনে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক বলেন, আমি মনে করি রোহিঙ্গা নারীদের মিয়ানমার তো বটেই, বিশ্বও তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা নারীদের অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রতিটি রোহিঙ্গা নারীই সেখান (রাখাইন) থেকে অনকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর চেষ্টা করেছে। তবে সেটা অত্যন্ত সহজ নয়। রোহিঙ্গা নারীদের নিরাপত্তায় যৌথ উদ্যোগ নেয়ার জন্য তিনি জোর দেন। তিনি বলেন, রোহিঙ্গা নারীদের সুরক্ষায় ইউএন উইমেন কাজ করছে। আমরা তাদের সহযোগিতা করতে চাই। রোহিঙ্গা নারীদের সহায়তার জন্য জাতিসংঘ ক্ষুদ্র ঋণ সহায়তা দেবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানাই। এর মধ্যে দিয়ে নারী নেতৃত্বের বিকাশ হবে বলে তিনি প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলনে ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি শোকো ইশিকায়া উপস্থিত ছিলেন। ইউএন উইমেনের নির্বাহী পরিচালক কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পরিস্থিতি তুলে ধরে বলেন, আমি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছি। সেখানে গিয়ে মনে হয়েছে, আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গা নাগরিকরা দুর্ভোগের শিকার হতে পারেন। তারা ভূমিধসের কবলেও পড়তে পারেন। সে কারণে এখনই এ বিষয়ে প্রস্তুতি নেয়া প্রয়োজন। ফুমজিলে স্লামবো-নুছকা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এখানে নারী অধিকার ও নারী সমতার অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। সাধারণ ও প্রতিবন্ধী নারীর দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বিভিন্ন উদ্যোগকে তিনি স্বাগত জানান। উল্লেখ্য, বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি দেখার লক্ষ্যে গত ৩০ জানুয়ারি বাংলাদেশে আসেন ইউএন উইমেনের নির্বাহী পরিচালক। তিনি কক্সবাজার শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে একটি প্রতিবেদন তৈরির লক্ষ্যে বাংলাদেশে আসেন। এই প্রতিবেদনটি তিনি জাতিসংঘে পেশ করবেন।
×