ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন

প্রকাশিত: ০৬:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘কর্ণফুলীর জলতরঙ্গে প্রতিদিন-মহিউদ্দিন মহিউদ্দিন’-এ স্লোগানে শনিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে চট্টগ্রাম ১৪ দলের উদ্যোগে চট্টলবীর এবিএম মহিউদ্দিন স্মরণে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেছেন, আগামী নির্বাচনে মুুক্তিযুদ্ধের সরকারকে পুনর্প্রতিষ্ঠা করে উন্নয়নের বর্তমান অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হবে। আন্দোলন বিপ্লবের সূতিকাগার এই চট্টগ্রামে মরহুম মহিউদ্দিন চৌধুরী দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন। তার আত্মার প্রতি সম্মান প্রদর্শনে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। লালদীঘি ময়দান ও মহিউদ্দিন চৌধুরী যেন একই বৃন্তে দুটি ফুল। এই লালদীঘি ময়দানে বারে বারে সভা সমাবেশ আহ্বান করে মহিউদ্দিন চৌধুরী আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। এই লালদীঘি ময়দানে তার মৃত্যুর পর জানাজায় লাখো মানুষের ঢল নামে। এই লালদীঘি ময়দানেই শনিবার চট্টগ্রাম ১৪ দল আয়োজিত শোক সভায় প্রধান অতিথির ভাষণে ১৪ দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, চট্টগ্রামে রাজনীতিতে নেতৃত্ব দিয়ে মহিউদ্দিন চৌধুরী জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন। চট্টগ্রামের প্রতি তার দরদ ও অফুরান ভালবাসার কারণে তিনি জাতীয় নেতার পদ বা মন্ত্রিত্ব গ্রহণ করেননি। তিনি ছিলেন ক্ষণজন্মা রাজনীতিক। তার মৃত্যুতে পুরো দেশ ও আওয়ামী লীগ হারিয়েছে মহান এক দেশদরদী নেতাকে। বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, মহিউদ্দিন চৌধুরী গণতান্ত্রিক সফল আন্দোলনে চট্টগ্রাম থেকে নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি চট্টগ্রামবাসীর হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন। আগামী নির্বাচনে এ মহান নেতার আত্মার প্রতি সম্মান জানাতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে শক্তি সঞ্চয় করে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনর্প্রতিষ্ঠা করতে হবে। সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ১৪ দল অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামে থেকে ১৪ দলের নেতৃত্ব দিয়ে গেছেন। বজ্রকঠিন শক্তিতে তিনি চট্টগ্রাম থেকে যে আন্দোলনের সূচনা করেছেন তা পুরো দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের আদর্শিক নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠনের লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামের মেয়র থাকাকালীন মানুষের মনে স্থান করে নিতে সক্ষম হন এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের আঞ্চলিক নেতা হলেও তিনি জাতীয় নেতার সম্মান অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আ জ ম নাছির বলেন, সামনে জাতীয় নির্বাচন। সরকারের অর্জনের সুফল পেতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সবদলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারি এমপি, জাসদের নাজমুল হক প্রধান এমপি, জাসদের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এ্যাডভোকেট এসকে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন প্রমুখ।
×