ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুতুপালং শিবির পরিদর্শন করবেন

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আজ আসছেন সুইস প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৫:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আজ আসছেন সুইস প্রেসিডেন্ট

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আজ রবিবার ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সুইস প্রেসিডেন্ট ঢাকায় আনুষ্ঠানিক সফরে আসছেন। চার দিনের রাষ্ট্রীয় সফরে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনসহ স্থানীয় একটি হাসপাতালের কার্যক্রম প্রত্যক্ষ করবেন তিনি। রোহিঙ্গাদের মুখে শুনবেন মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়ার নির্মম ঘটনা। রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশকে দেয়া সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। এ ইস্যুতে বিশ্বের বেশিরভাগ দেশই বাংলাদেশের সঙ্গে রয়েছে। বাংলাদেশ চায় রোহিঙ্গাদের তাড়াতাড়ি প্রত্যাবাসন শুরু হোক। সুইস প্রেসিডেন্টের সফরের মধ্যদিয়ে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় সহযোগিতা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার হবে। রোহিঙ্গা ইস্যুর মতো একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিষয়ে দেশটি সহযোগিতা অব্যাহত রাখবে। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট রবিবার দুপুরে ঢাকায় পৌঁছবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এসময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন। পরে সেখান থেকে যাবেন সফরকালীন আবাসস্থল হোটেল সোনারগাঁওয়ে। সেখানে তার সঙ্গে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত করবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। আগামীকাল সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে বাংলাদেশ-সুইজারল্যান্ড ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন আঁলা বেরসে। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করবেন সুইস প্রেসিডেন্ট। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করবেন তিনি। সফরের তৃতীয় দিন মঙ্গলবার সকালে রোহিঙ্গাদের সরেজমিনে দেখতে কক্সবাজার যাবেন। আশা করা হচ্ছে সেখান থেকে ঢাকায় ফিরে পরদিন বুধবার দুপুরে একটি বিশেষ বিমানে নিজ দেশের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন আগের চেয়ে অনেক জোরদার হয়েছে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে তৎকালীন সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন। সে সময় তিনি সুইস প্রেসিডেন্টকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানান। তবে নানা কারণে তিনি আসতে পারেননি। এখন চলতি বছর নতুন সুইস প্রেসিডেন্ট হয়েছেন আঁলা বেরসে। তিনিই এবার ঢাকায় আসছেন। এদিকে সুইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আঁলা বেরসে চারদিনের এক সরকারী সফরে রবিবার বাংলাদেশে আসছেন। কোন সুইস প্রেসিডেন্টের বাংলাদেশে এই প্রথম আনুষ্ঠানিক সফরে মূলত দুটি আলোচ্য বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। প্রথমটি মিয়ানমারে সংঘটিত সঙ্কটে গুরুতরভাবে প্রভাবিত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ। দ্বিতীয়টি দুই দেশের মধ্যে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠা। এই সফর চলাকালে সুইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আনুষ্ঠানিক সাক্ষাতের কথা রয়েছে। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেয়ার পাশাপাশি, উভয় দেশ অর্থনৈতিক, উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবে। এছাড়াও রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতার বিষয়সমূহ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। বেরসে কক্সবাজারে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য সুইজারল্যান্ড মানবিক সহায়তা প্রদান করে আসছে। তার এই সফরে, তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়াও তিনি ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন, যার সঙ্গে সুইস আর্টস কাউন্সিল প্রো হেলভেশিয়া সম্পৃক্ত। উন্নয়ন সহযোগিতায় সুইজারল্যান্ড এবং বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। সুইস উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি অগ্রাধিকারপ্রাপ্ত দেশ। একই সময়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। ২০১০ সালের পর দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়ে দ্বিগুণ হয়েছে।
×