ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুরঙ্গমীর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: ০৪:৩১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

তুরঙ্গমীর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানিয়ে ‘আ ট্রিবিউট টু দ্য প্লে রাইট : সৈয়দ হক’ শীর্ষক প্রযোজনা মঞ্চায়নের মাধ্যমে ২০১৪ সালের ৩১ জানুয়ারি আত্মপ্রকাশ করে তুরঙ্গমী রিপোর্টারী ডান্স থিয়েটার। গত ৩১ জানুয়ারি ছিল এই প্রতিষ্ঠানের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে উপলক্ষে বিশেষ আনন্দ আয়োজন করে তুরঙ্গমী কর্তৃপক্ষ। এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া। তুরঙ্গমীর চার বছরের পথচলাকে ভিত্তি করে বিশেষভাবে নির্মিত ‘মুখরতার চার বছর’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশেষ অতিথিদ্বয় তুরঙ্গমীকে শুভেচ্ছা জানান এবং তুরঙ্গমীর নতুন সংযোজন তুরঙ্গমী স্কুল অব ড্যান্সের লোগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তাদের হাত থেকে গত চার বছরের সেরা কর্মীর সম্মাননা গ্রহণ করেন তুরঙ্গমীর পাঁচ সদস্য। এ ছাড়াও আয়োজনে দেশের শিল্প, সংস্কৃতি ও নৃত্য জগতের স্বনামধন্য শিল্পী, দেশী-বিদেশী কূটনৈতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্নধার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×