ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমস

বাংলাদেশ খেলবে ১৪ ডিসিপ্লিনে

প্রকাশিত: ০৪:২৭, ৪ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ খেলবে ১৪ ডিসিপ্লিনে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমব্যাংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের অষ্টাদশ আসর। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় ১৪ ডিসিপ্লিন চূড়ান্ত করা হয়। এগুলো হলো : পুরুষ ফুটবল, কাবাডি (পুরুষ ও মহিলা), হকি, শূটিং, সাঁতার, এ্যাথলেটিক্স, ভারোত্তোলন, কুস্তি, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোয়িং ও আরচারি। ম্যানসিটিকে রুখে দিল বার্নলি স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার সিটিকে রুখে দিল বার্নলি। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করল তারা। তবে ম্যাচের ২২ মিনিটেই দারুণ এক গোল করে সিটিজেনদের এগিয়ে দেন ড্যানিলো। ব্রাজিলিয়ান তারকার করা গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা। ম্যাচের ৮০ মিনিটেও এগিয়ে থাকায় পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল পেপ গার্ডিওলার শিষ্যরা। কিন্তু ম্যাচ শেষের ৮ মিনিট আগেই ম্যানসিটির জালে বল জড়ান বার্নলির বার্গ গুডমুন্ডসন। এরপর আর কোন গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ম্যাচে ড্র করায় ২৬ ম্যাচ থেকে সিটিজেনদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের দখলে ৫৩।
×