ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা ম্যারাডোনাকে

প্রকাশিত: ০৪:২৭, ৪ ফেব্রুয়ারি ২০১৮

আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা ম্যারাডোনাকে

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা পেলেন ডিয়েগো ম্যারাডোনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পুতুল’ বলে মন্তব্য করার কারণেই বিপাকে পড়লেন আর্জেন্টাইন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। সাবেক স্ত্রী ক্লদিয়া বিয়াফানের সম্পত্তি সংক্রান্ত এক মামলার কারণেই ম্যারাডোনাকে যুক্তরাষ্ট্রের মায়ামি যেতে হতো। সে কারণেই ভিসার আবেদন করেছিলেন তিনি। কিন্তু তা প্রত্যাখ্যান করে দেয় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে কটু মন্তব্য করার কারণেই ম্যারাডোনার ওপর এই নিষেধাজ্ঞা। কিছুদিন আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একজন চিরোলিতা।’ আর্জেন্টিনায় ‘চিরোলিতা’ শব্দটি ব্যবহার হয় খারাপ অর্থে পুতুল বোঝাতে। স্প্যানিশ ভাষায় ‘চিরোলিতা’ শব্দের অর্থ অন্যের অধীনে থাকা কোন পুতুল চরিত্র। প্রেসিডেন্টকে ডিয়েগো ম্যারাডোনার করা এই অপমান যে যুক্তরাষ্ট্র সরকার ভালভাবে নেয়নি সেটা বোঝা গেল এবার। ‘বুয়েন্স ডিয়াস আমেরিকা’ নামের এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বলেন, সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার ও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুটবল ক্লাব আল ফুজাইরাহর কোচ ম্যারাডোনা কিছুদিন আগে ভেনিজুয়েলার এক টিভি চ্যানেলে সাক্ষাতকার দিচ্ছিলেন। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হলে তিনি ওই মন্তব্য করেন। লায়লা আলম দাবায় শীর্ষে রানী হামিদ স্পোর্টস রিপোর্টার ॥ বেগম লায়লা আলম মহিলা দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ছয় দাবাড়ু দুই পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনÑ আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদেমাস্টার সৈয়দ শাবানা পারভীন নীপা, ফিদেমাস্টার নাজরানা খান ইভা, ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, নোশিন আঞ্জুম ও কিশোয়ারা সাজরীন ইভানা। দ্বিতীয় রাউন্ডের খেলায় সাবিকুন নাহার তনিমা জাতীয় মহিলা চ্যাম্পিয়ন ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিনের সঙ্গে ড্র করেন। শাবানা পারভীন জান্নাতুল ফেরদৌসকে, রানী হামিদ ওয়ালিজা আহমেদকে, নাজরানা কাজী জারিন তাসনিমকে, নোশিন ঠাকুর জানিয়া হককে, জাকিয়া মারুফা আজাদ সুকন্যাকে এবং ইভানা নুশরাত জাহাস মনিকে হারান।
×