ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রিদেশীয় টি২০ সিরিজে দাপুটে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ০৪:২৬, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ত্রিদেশীয় টি২০ সিরিজে দাপুটে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে বৃষ্টিবিঘিœত উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। শনিবার ৯ উইকেটে ১১৭ রান করা কিউইদের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অসিদের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ৯৫ রান। সিডনিতে সেই রান করতে স্বাগতিকদের লেগেছে মাত্র ১১.৩ ওভার। ৩ উইকেটে তারা করে ৯৬ রান। প্রায় এক বছর পর টি২০ একাদশে ডাক পেয়েই বাজিমাত করেছেন বিলি স্ট্যানলেক। টস জিতে ফিল্ডিং নেয়া অস্ট্রেলিয়া তার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। নিজের প্রথম দুই বলেই প্রতিপক্ষের দুই তারকা কলিন মুনরো (৩) ও মার্টিন গাপটিলকে (৫) ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ সৃষ্টি করেছিলেন এ ডানহাতি পেসার। তবে টম ব্রুস ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতির ইয়র্কার ঠেকিয়ে তাকে বঞ্চিত করেন। অবশ্য ডানহাতি এই কিউই ব্যাটসম্যানকে নিজের পরের ওভারে প্যাভিলিয়নে ফেরান স্ট্যানলেককে। শেষ দুই ওভারে সতীর্থ টাই ছিলেন দুর্দান্ত। নিউজিল্যান্ড ১৬ রানে ৩ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। কলিন ডি গ্র্যান্ডহোম সর্বোচ্চ ৩৮ রানে অপরাজিত ছিলেন। রস টেলর ২৪ ও টম বান্ডেল করেন ১৪ রান। টাই তার শেষ দুই ওভারে তিন উইকেট নিয়ে কিউইদের রানের লাগাম আরও টেনে ধরেন। এ ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার সর্বোচ্চ ৪ উইকেট নিলেও দুর্দান্ত শুরু করা স্ট্যানলেক হয়েছেন ম্যাচসেরা। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর সিডনিতে নামে বৃষ্টি। নির্ধারিত সময়ের আধাঘণ্টা পর শুরু হয় অসিদের ইনিংস। তাদের লক্ষ্যটা হয় আরও ছোট। মাত্র ১০ রানে প্রথম দুটি উইকেট হারালেও অসুবিধা হয়নি স্বাগতিকদের। ক্রিস লিন ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ে ২১ বল বাকি থাকতে জয় পায় তারা। ৩৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৪ রানে আউট হন লিন। দুজনে গড়েন ৭৭ রানের জুটি। ২৪ বলে ৫ চার ও ১ ছয়ে ৪০ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ৭ ফেব্রুয়ারি হোবার্টে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ, যেখানে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। স্কোর ॥ নিউজিল্যান্ড ॥ ২০ ওভারে ১১৭/৯ (গাপটিল ৫, মানরো ৩, উইলিয়ামসন ৮, ব্রুস ৩, টেইলর ২৪, বান্ডেল ১৪, ডি গ্র্যান্ডহোম ৩৮, স্যান্টনার ১, সাউদি ৯, সোধি ০; রিচার্ডসন ০/২৮, স্ট্যানলেক ৩/১৫, এ্যাগার ১/২২, টাই ৪/২৩, জাম্পা ১/২১, স্টয়নিস ০/২)। অস্ট্রেলিয়া ॥ ১৫ ওভারে লক্ষ্য ৯৫, ১১.৩ ওভারে ৯৬/৩ (ওয়ার্নার ৬, শর্ট ৪, লিন ৪৪, ম্যাক্সওয়েল ৪০*, ক্যারি ০*; বোল্ট ২/১৪, সাউদি ১/২৭, স্যান্টনার ০/২০, সোধি ০/২৪, ডি গ্র্যান্ডহোম ০/১১)। ফল ॥ অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী (ডি-এল পদ্ধতিতে)। ম্যাচসেরা ॥ স্ট্যানলেক (অস্ট্রেলিয়া)।
×